শীঘ্রই কাউন্সিলের আশা ইতালী আওয়ামীলীগের
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০১৬, ১১:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম জাতীয় কাউন্সিল শেষে রোমে ফিরে সংবাদ সম্মেলন করেছেন ইতালী আওয়ামীলীগের নেতৃবৃন্দ। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের সাফল্য এবং প্রবাসী বান্ধব সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রবাসীদের কাছে তুলে ধরতে সংবাদ সম্মেলন করে ইতালী আওয়ামীলীগ। শুক্রবার রোমের তরপিনাত্তারায় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইতালী আওয়ামীলীগের সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী। শেখ হাসিনার সরকারের উন্নয়ন আর সাফল্য সাংবাদিকদের মাঝে তুলে ধরেন সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারন সম্পাদক হাসান ইকবাল। সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী বলেন, ‘আমরা ইতালী আওয়ামীলীগের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম কাউন্সিলে অংশগ্রহণ করি এবং সেখানে ইতালীর দুইজন সংসদ সদস্যসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা বর্তমান আওয়ামীলীগ সরকারের ভূয়সী প্রসংশা করেন। তিনি আরো বলেন, ঐক্যবদ্ধভাবে ইতালী আওয়ামীলীগ কাউন্সিলে অংশগ্রহনে সন্তোষ প্রকাশ করেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই এসব সম্ভব হচ্ছে। ২০২১ সালে পৃথিবীর বুকে বাংলাদেশ হবে মডেল আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন সেই ডিজিটাল বাংলাদেশের রূপকার। সাংবাদিকদের এক প্রশ্নর জবাবে তিনি বলেন, সর্ব ইউরোপ আওয়ামীলীগের নির্দেশে যথাসময়ে ইতালী আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। চলতি মাসের শেষের দিকে দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরীর রাজধানী বুদাপেষ্ট সফর করার কথা আছে। আমরা ইতালী আওয়ামীলীগ নেত্রীর সাথে সাক্ষাৎ করে সেখান থেকে ফিরে বিস্তারিত জানাবো। তবে আমরা চাই ইতালী আওয়ামীলীগের আগামী সম্মেলনে নতুন নেতৃত্ব আসুক। যদি কর্মীরা বর্তমান কমিটিকে আবারও দায়িত্ব পালনের সুযোগ দেয়, তাহলে মোঃ ইদ্রিস ফরাজী ও হাসান ইকবালের নেতৃত্বাধীন কমিটি পুনরায় দায়িত্ব পালন করবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামীলীগের সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, সদস্য হোসনে আরা বেগম, ইতালী আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ খান, সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, নজরুল ইসলাম মাঝি, মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক এম এ রব মিন্টু, শোয়েব দেওয়ান, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর হোসেন বাবুল, দপ্তর সম্পাদক হাবীব মকদম, সাংস্কৃদিক সম্পাদক ওয়াহিদ কাঞ্চন আব্দুল্লা, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনায়েত করিম, রোম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মামুন, সাধারন সম্পাদক খলিল বন্দুকছি, শ্রমিকলীগের সভাপতি হান্নান মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাসুদ রানা, মহিলা আওয়ামীলীগের সভাপতি ইয়াসমিন আক্তার রোজি, সাধারন সম্পাদক নয়না আহমেদ, উপপ্রচার সম্পাদক এলিন আহমেদ মিঠু, সদস্য মজিবর শিকদার, রোমা নর্দ আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান মিয়া, সাধারন সম্পাদক রমজান রানা, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, যুবনেতা মহিউদ্দিন মাহি, শেখ রাশেদসহ আরো অনেকে।