ব্রিটেনের বাঙ্গালী অধ্যুষিত ইস্ট লন্ডনে ছুরিকাঘাতে এক কিশোর নিহত : আহত ১
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০১৬, ১১:৩৪ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ ইস্ট লন্ডনের ডেগেনহাম এলাকায় গ্যাং ফাইটিংয়ে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। একই ঘটনায় অপর কিশোর মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় ডেগেনহামের চার্চ ইএলএম লেইনের একটি টেইকওয়ের সামনে।
সন্ধ্যা ৬:২০ মিনিটের সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ১৬ বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ইস্ট লন্ডন হাসপাতালে ভর্তি করে। এর মাত্র ৭ মিনিট পর অপর ১৭ বছর বয়সী কিশোরকে পাশ্ববর্তী একটি রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে রাত ৩.২৫ মিনিটে সময় তার মৃত্যু হয় ।
এদিকে স্থানীয় এক বাসিন্দা বলেন, কিছু তরুন ছেলেদের মাঝে প্রথমে ধস্তাধস্তি হয় পরে তারা একে অপরকে ছুরিকাঘাত শুরু করে।
পুলিশ এঘটনায় এখনো কাউকে গ্রেফতার করেনি তবে তদন্ত চালিয়ে যাচ্ছে।