ফ্রান্সে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০১৬, ১০:৪৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট-২ আসনের সাবেক এমপি, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত পেতে রোববার বিকেলে প্যারিসের মেরি দা ক্লিশির একটি হলে প্রতিবাদ সমাবেশ করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ফ্রান্স ।
ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ফ্রান্সের আহবায়ক মফিজ আলীর সভাপতিত্বে ও জসিম উদ্দিন ভূঁইয়া ও এহসানুল রহমান রাসেলের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এমএ তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স বিএনপির সিনিয়র সহসভাপতি সিরাজুর রহমান,আব্দুর রাহিম; শাহ জামাল, মিজান আলী,সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান বকুল, আব্দুর রব রানা, কানু মিয়া, ফ্রান্স তৃণমূল বিএনপির সভাপতি ইকবাল হোসেন আলী, ওমর গাজী, সৈয়দ হেলাল আহমদ, আরিফ হাসান,।
বক্তব্য রাখেন, লিয়াকত আলী, মনোয়ার হোসেন, সৈয়দ হেলাল আহমদ, ফরিদ মিয়া, ওয়াশিকুর রহমান, জহিরুল ইসলাম লিটন, আক্তারুজ্জামান সাগর আল মামুন, সালা উদ্দিন বালা, আবুল বাসার, ইখলাস উদ্দিন, গোলজার হোসেন পারভেজ, আব্দুল করিম, জহিরুল ইসলাম, আতিক উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানী ঢাকার বনানীর বাসায় ফেরার পথে ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলী সহ ‘গুম’ হন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানী নগর এর সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী। দীর্ঘ ৪ বছর অতিবাহিত হলেও এখন ও তিনি নিখোঁজ রয়েছেন।-বিজ্ঞপ্তি