বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৬, ১২:০২ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ ৭ নভেম্বর দিনটি ইতিহাসে না এলে বাংলাদেশ সত্যিকারে স্বাধীন- সার্বভৌম রাষ্ট্র হতে পারতো না। বাংলাদেশ প্রতিবেশি রাষ্ট্রের করদরাজ্যে পরিণত থাকতো। সেনাবাহিনী ধ্বংস হয়ে যেত। দেশে বিরাজ করতো গৃহযুদ্ধ। অতএব যারা ৭ নভেম্বরের বিরোধিতা করে তারা প্রতিবেশি রাষ্ট্রের তাবেদার, তারা গণতন্ত্র হরণকারী এবং তারা দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব বিরোধী।
বিএনপি আয়োজিত সিপাহী জনতার বিপ্লব দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তাগণ। তারা আরো বলেন – মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশ এক সুত্রে গাথা। ১৯৭৫ সালের ৭ নভেম্বর না হলে বাংলাদেশের ইতিহাস ভিন্নরকম হতে পারতো। যতদিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, এর ইতিহাসে ৭ নভেম্বর একটি উল্লেখযোগ্য স্থান দখল করে থাকবে। ৭ই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে ঝাপিয়ে পড়তে হবে। বিএনপিকে সরওয়ার্দী উদ্যানে অনুমতি না দিয়ে সরকার প্রমান করেছে তারা বিপ্লবের চেতনাকে ভয় পায়। সভায় যুক্তরাজ্য মিডিয়া সেল কর্তৃক নির্মিত ৭ই নভেম্বর নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বেতে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কার্ডিফ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর এম এ মালিক, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিদুর রহমান, ব্যারিস্টার নাসির উদ্দিন ওসিম, মেজর ইমরান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, আক্তার হোসেন, লুৎফুর রহমান, সাবেক সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, সহসভাপতি, মঞ্জুরুছ সামাদ মামুন, গোলাম রাব্বানী সুহেল, গোলাম রাব্বানী, ফরিদ উদ্দিন, যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম মামুন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, তাজ উদ্দিন ও কামাল উদ্দিন।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রথম যুগ্ন সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক মহি উদ্দিন,স্বেচ্ছাসেবক দোলে সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ মল্লিক, বিএনপি নেতা আলহাজ সাদিক আহমেদ, বার্নলি বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুন নূর। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল আজিজ, যুক্তরাজ্য বিএনপির সোহো সাধারণ সম্পাদক রাজন আলী সাঈদ, শামছুর রহমান মাতাব, ইসলাম উদ্দিন, টাওয়ার হ্যামলেটস বিএনপির সভাপতি কাজী ইকবাল হোসেন দেলোয়ার, যুক্তরাজ্য বিএনপির খসরুজ্জামান খছরু।
দপ্তর সম্পাদক সেলিম আহমেদ,যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল আজিজ, কেমডেন বিএনিপর সভাপতি নুরুল ইসলাম, ইসলাম ম্যানচেস্টার বিএনপির সভাপতি কামাল আহমেদ,সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, লন্ডন মহানগর বিএনপি আহবায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব আবেদ রাজা, মেজর সিদ্দিক, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহবায়ক দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার শাহজান, সাধারণ সম্পদক লিটন আফিন্দি,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক আবুল হোসেন,যুবদলের সাবেক সভাপতি রহিম উদ্দিন, জাসাসের সভাপতি এম এ সালাম শোঃ আরো অনেকেই। সভার শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মাওলানা শামীম .