ওয়েলস আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৬, ৯:২৯ অপরাহ্ণ
লন্ডন অফিস:
ওয়েলস আওয়ামীলীগের উদ্যোগে ৩ রা নভেম্বর জেল হত্যা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। গতকাল ৬ ই নভেম্বর রবিবার রাত ১২:৩০ ঘটিকায় কার্ডিফ বাংলাদেশ সেন্টারে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভার শুরুতেই ৩রা নভেম্বর কারাগারের অন্ধকারে নিহত জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া, মোনাজাত এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।
ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম নজরুল এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গোলাম মর্তুজা এর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন- ওয়েলস আওয়ামীলীগ এর সহ সভাপতি আতাউর রহমান মধু ,আওয়ামীলীগ নেতা মোহাম্মদ মুজিব, ওয়েলস আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমদ, আইন সম্পাদক হারুন তালুকদার, ওয়েলস জাতীয় শ্রমিক লীগের আহবায়ক নুরুল আলম চুনু, ওয়েলস আওয়ামীলীগের অন্যতম নেতা সৈয়দ ইকবাল আহমদ, আব্দুর রউফ, নিপু কুরেশি, ওয়েলস যুবলীগের সভাপতি সেলিম আহমদ, ওয়েলস যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, সেচছাসেবক লীগ ওয়েলস শাখার আহ্বায়ক জুয়েল মিয়া ও সেলিম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েলস আওয়ামীলীগের অন্যতম নেতা কয়সর মিয়া, সালেহ আহমদ, নেসার মিয়া, আব্দুল বারি, জিলু মিয়া, আব্দুল ছালিক, সুফিয়ান চৌধুরী, যুবলীগ নেতা আরিফুর রহমান সবুজ, রুহেল মিয়া, জমশেদ চৌধুরী, মনির আহমদ, তুহিন মিয়া, বিপ্লব দেব, সুজন আহমদ, আজাদ মিয়া, হিরণ মিয়া, বুলবুল আহমদ, জসিম চৌধুরী, লোকমান হোসেন ও আকবর আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারে হত্যাকান্ডের পর কারাগারের নির্জন স্থানে জাতীয় চার নেতা হত্যাকান্ড ছিল ঘাতকদের ধারাবাহিকতা. এর মাধ্যমে ষড়যন্ত্রকারীরা বাংলার মাটি থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল. দেশ ও জাতির কল্যানে যারা আত্মত্যাগ করেছেন তাদের চেতনায় উদ্ধদ্ব হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার জন্য তারা আহবান জানান।