সুরমানিউজ লাখের কোটায়, কৃতজ্ঞ পাঠক
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৬, ১২:২১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
নতুন ধারার সংবাদ পরিবেশনের মহান দ্বায়িত্ব নিয়ে পথ চলছে সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকম। নতুনত্ব ও সৃষ্টিশীলতায় বিশ্বাস করে সুরমানিউজ পরিবারের সবাই। আর পাঠকই হলো সুরমানিউজ’র প্রাণ। সিলেটের মফস্বলে তৈরী এই অনলাইন নিউজ পোর্টাল হাঁটি হাঁটি, পা পা করে এগিয়ে চলেছে নীরবে। ওসমানীনগর-বালাগঞ্জকে বিশ্বব্যাপী তোলে ধরার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করে সুরমানিউজ। দুই বছরের পথচলায় উপজেলার এই মুখপত্রটি এখন স্থান পেয়েছে পুরো সিলেট জুড়ে। দেশ-বিদেশের নানান খবর প্রচারের পাশাপাশি পোর্টালটি প্রবাসীদের কথা নিয়ে বরাবরই সোচ্চার। ইতিমধ্যে প্রবাসীদের কন্ঠস্বর হিসেবে পরিচিত সুরমানিউজ বিদেশে ছড়িয়ে থাকা সিলেটবাসীর কাছে প্রিয় একটি মাধ্যম। বিশেষ করে প্রবাসীদের নিয়ে ব্যতিক্রমী ও ভিন্ন স্বাদের তাজা খবরের জন্য বৃটেনের বাঙ্গালী এলাকায় এরই মধ্যে সুরমানিউজ ব্যাপক সাড়া ফেলেছে।
ঢাকঢোল পিটিয়ে নয়, নীরবে দূর্বার গতিতে এগিয়ে চলেছে সুরমানিউজ। আপামর পাঠকের ভালোবাসায় সুরমানিউজ অনন্য মাইফলক অর্জন করেছে। প্রিয় পাঠকদের ভালোবাসায় সুরমানিউজ প্রথমবারের মতো লাখের কোটায় পা দিয়েছে। “ব্রিটেনে এখন ৫ লক্ষাধিক বাংলাদেশী : ৯৭ ভাগই সিলেটী” শিরোনামে লন্ডন অফিস থেকে প্রকাশিত সংবাদটি ১লাখ ৪হাজার ৪০৩বার পঠিত হয়েছে। আজ রবিবার রাত ১১:৪৫ মিনিটে এ সংবাদটি এতো বার পঠিত হয়। তবে সংবাদটি দ্রুত অসংখ্য পাঠক পড়ছেন। যার সীমা কাটায় কাটায় বাড়ছে। তাছাড়া গত দুমাস থেকে সুরমানিউজ’র পাঠক সংখ্যা বেড়েই চলছে। গতকাল শনিবার রাত ১০টা থেকে আজ রাত ১০টা পর্যন্ত সুরমানিউজ এর ইউনিক ভিজিটর ৫০ হাজার ছাড়িয়েছে।
আপনাদের এ ভালোবাসায় আমরা কৃতজ্ঞ। প্রিয় পাঠক, এর কৃতিত্ব শুধু আপনাদের। অনলাইন নিউজ পোর্টালের প্রতি পাঠক ও শুভানুধ্যায়ীদের অভূতপূর্ব এ সাড়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছে সুরমানিউজ পরিবার। পাঠকরাই সহযাত্রী হয়ে আমাদের এগিয়ে নিচ্ছেন। আমাদের এই পথ চলায় আপনারাই আমাদের সহযোগি। আমরা সবাই সুরমানিউজ পরিবার। আপনাদের নিরন্তর ভালোবাসা আমাদের করেছে আবেগ,আপ্লুত।
পাঠক চাহিদা বিবেচনায় রেখে আমরাও অতি অনায়াসেই মানুষের ভাবনা, চাহিদা ও পছন্দের জোগান দিতে চেষ্টা করে যাচ্ছি। পোর্টালটিকে জনপ্রিয় ও জনরুচির বাহন করে তোলার জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন সুরমানিউজ’র সম্পাদক জুবায়ের আহমদ। তাঁর সাথে সুরমানিউজ পরিবারের সদস্যরা নিরলস কাজ করে চলছেন।
অশ্লীলতা মুক্ত এই সংবাদ মাধ্যম পাঠকদের কাছে পুরো সিলেট, দেশ-বিদেশ, প্রবাসী, ফিচারধর্মী রিপোর্ট ও গুরুত্বপূর্ণ খবরের জন্য নিজস্ব একটি জায়গা করে নিয়েছে। আমাদের নতুন ধারার এই পথ চলায় সাথেই থাকুন। সাথেই রাখুন।