সিলেটে দেয়াল ধ্বসে শিশু নিহত, আহত ৫
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০১৬, ৯:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর উপশহরে পানির ট্যাংকির দেয়াল ধ্বসে এক শিশু নিহত ও ৫ জন আহত হয়েছেন। নির্মানাধীন একটি ভবনের ছাদের পানির ট্যাংকির দেয়াল পাশ্ববর্তী টিনশেডের ঘরের উপর এসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত সুইটি আক্তার হাফসা (১৩) নগরীর উপশহর এলাকার সোবহান মিয়ার কলোনীর জাকির হোসেনের মেয়ে। আহতরা হচ্ছেন, শামীম আহমদ (১৫), আরিফ হোসেন (৫), হাফিজা আক্তার সুনালী (৮), সাব্বির (৪) ও শিল্পী (২৬)। তারা সিলেট ওসমানী হাসপাতালে চিকিসৎসাধীন আছেন।
জানা যায়, উপশহের ডি ব্লকে ৩৫ নং রোডে সোবহান মিয়ার কলোনীতে একটি ভবনের ছাদের উপর পানির ট্যাংকি নির্মানের কাজ চলছিল। রোববার ভোর রাতে ওই ট্যাংকির দেয়াল ধ্বসে পাশ্ববর্তী টিনশেড ঘরের উপর পড়ে। এতে একই পরিবারের ৬ সদস্য আহত হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাফসা।
কোতয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করে শিশুর লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।