শ্রীমঙ্গলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০১৬, ৬:২৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
দেশের অন্যান্য স্থানের ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আকাশও মেঘাচ্ছন্ন। গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে । শহরের হবিগঞ্জ রোড, ষ্টেশন রোড, মৌলভীবাজার রোড সহ বিভিন্ন স্থানে সড়কে ছোট ছোট গর্তে পানি জমে থাকায় যান চলাচলে বেশ বিঘ্ন ঘটছে। গুড়ি গুড়ি বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীমঙ্গলের মানুষ। শুক্রবার থেকে শুরু হয়েছে এ বৃষ্টিপাত। ফলে বৈরী আবহাওয়ায় নতুন করে জেঁকে বসেছে শীত। এতে দরিদ্র -ছিন্নমূল মানুষ পড়েছে চরম বিপাকে। বিশেষ করে খেটে খাওয়া দিন মজুরের পরিবারে নেমে এসেছে চরম দূভোর্গ।
গুড়ি গুড়ি বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে তারা ঘর থেকে পারছেন না বের হতে। ফলে তাদের আয়-রোজগার না থাকায় উঠছেনা চুলোয় হাড়ি। অর্ধহারে অনাহারে তাদের পরিবারের লোকজন সময় পার করছে। সারা দেশের মত শ্রীমঙ্গলেও চলছে জে এস সি ও জে ডি সি পরীক্ষা। গুড়ি গুড়ি বৃষ্টির কারনে শিক্ষার্থীদের পরীক্ষা হলে আসতে এবং পরীক্ষা শেষে বাড়ি ফিরতে বিড়ম্বনায় পড়ছে। এদিকে গতকাল রাতে প্রচন্ড বৃষ্টিপাতের কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রাস্তায় পানি জমে যাতায়াতের অসুুবিধা সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসায় দেখা যায় মাদ্রাসার ক্লাস রুমের সামনে পানি জমে শিক্ষক ও শিক্ষার্থীরা পরীক্ষা হলে প্রবেশ করতে বিঘ্ন ঘটেছে। কোন কোন ক্লাস রুমে পানি জমেছে দেখা যায়।
শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তর এর সিনিয়র অবজারভার হারুনুর রশিদ জানান শুক্রবার থেকে আজ রোববার দুপুর ৩ টা পর্যন্ত ১২৮ মি:মি: বৃষ্টিপাত হয়েছে। আজকের তাপমাত্রা সর্বোচ্চ ২২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরো জানান আগামীকাল সোমবার দুপুর পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।