সিলেটে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় প্রেরণ
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০১৬, ২:২২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি হানুর ইসলাম ইমন শনিবার (৫ নভেম্বর) রাতে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। ইমনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাতেই অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী জানান, শনিবার নগরীর পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে শহীদ জিয়া স্মরণে খন্দকার এম এ মালিক ফাউন্ডেশনের সভা ছিল। সভা শেষে রাত ৮টার দিকে বাসায় ফেরার পথে নগরীর দর্শনদেউড়ি পয়েন্টে প্রতিপক্ষের হাতে ইমন ছুরিকাহত হন। গুরুতর আহত অবস্থায় ইমনকে প্রথমে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এবং রাতে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার স্কয়ার হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি হানুর ইসলাম ইমনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট বিভাগীয় ছাত্রদল।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (সিলেট বিভাগ) মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), কেন্দ্রীয়ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জাকির হোসেন উজ্জল এক যুক্ত বিবৃতিতে এ নিন্দা জানান।