পেরিয়ে গেছে অর্ধযুগ : গ্যাস পাচ্ছেন না ওসমানীনগর, বালাগঞ্জ ও বিশ্বনাথবাসী
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৬, ৩:১০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
প্রকল্প বাস্তবায়নের অর্ধযুগ অতিবাহিত হলেও গ্যাস সংযোগ পাচ্ছেন না ওসমানীনগর, বালাগঞ্জ ও বিশ্বনাথের উপজেলাবাসী। গ্যাস সরবরাহের লক্ষ্যে ২০১২ সালে স্থাপিত দুটি সাব স্টেশনের আসবাবপত্রও নষ্ট হয়ে যাচ্ছে। ২০১১ সালের ডিসেম্বরের প্রথমদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সিলেটের ওসমানীনগর-বালাগঞ্জ-বিশ্বনাথ ও মৌলভীবাজারের রাজনগর উপজেলাকে গ্যাস সংযোগের আওতায় আনা এবং জালালাবাদ গ্যাস কোম্পানির উচ্চ চাপের নেটওয়ার্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে ৯১ কোটি টাকা ব্যয়ে সিলেট গ্যাস ট্রান্সমিশন নেটওয়ার্ক আপগ্রেডেশন প্রকল্পটি অনুমোদন হয়। ওই প্রকল্পের মাধ্যমে ২০১২ সালের মধ্যে সিলেটের ওসমানীনগর, বালাগঞ্জ ও বিশ্বনাথ এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলায় লাইন নির্মাণের কাজ শেষ করে গ্যাস সরবরাহ করা হবে বলে নির্দেশনা ছিল। এ লক্ষ্যে ওই সময় ওসমানীনগর বালাগঞ্জ ও বিশ্বনাথে মাঠ জরিপের কাজ শেষ করে তিন উপজেলার মধ্যস্থলে দুটি সাব স্টেশন স্থাপন করে অধিকাংশ এলাকায় লাইন নির্মাণ কাজও সমাপ্ত করে সংশ্লিষ্টরা। এলাকায় গ্যাস সংযোগের কাজ চালু হওয়ার উপজেলাবাসীর মনে আশার সঞ্চার হয়।
২০১৩ সালের প্রথমদিকে দুটি সাব স্টেশন উদ্বোধন করেন তত্কালীন সিলেট-২ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী। কিন্তু এখন পর্যন্ত চালু না হওয়ায় দুটি সাব স্টেশনের একাধিক গুরুত্বপূর্ণ মেশিনসহ আসবাবপত্রে জং ধরেছে। প্রকল্প বাস্তবায়ন ও সাব স্টেশন স্থাপনের অর্ধযুগ অতিবাহিত হলেও গ্যাস সংযোগ না পাওয়ায় ওসমানীনগর, বালাগঞ্জ ও বিশ্বনাথ উপজেলাবাসী ক্ষুব্ধ। সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী বলেন, ইতিমধ্যে অধিকাংশ লাইন নির্মাণসহ সাব স্টেশনের কাজ সমাপ্ত হয়েছে। দ্রুত যাতে এলাকায় গ্যাস সংযোগ চালু করা যায় সে লক্ষ্যে আমি সংশ্লিষ্টদের আহবান জানাচ্ছি এবং কাজ করছি।