জন্মদিনে কেন আড়ালে থাকছেন শাহরুখ?
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৬, ১০:৩২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
৫১-তম জন্মদিন। আর সেই দিনই যাবতীয় ট্র্যাডিশন ভাঙলেন শাহরুখ খান। এত দিন জন্মদিনের সকালে ‘মন্নত’-এর বাইরে অপেক্ষায় থাকা অনুগামীদের কিছু ক্ষণের জন্য হলেও দেখা দিতেন বাদশা। বাংলোর বারান্দা থেকে হাত নাড়তেন অনুরাগীদের উদ্দেশে। কিন্তু, এ বছর মিডিয়াকে এড়িয়ে চলছেন তিনি। জীবনের এই বিশেষ দিনের সেলিব্রেশনে কোথাও নেই মিডিয়া বা অনুরাগীরা। প্রতি বছরের মতো এ বার কোনও আমন্ত্রণও আসেনি সংবাদমাধ্যমের কাছে।
সূত্রের খবর, আজকের দিনটা আলিবাগে কাটাচ্ছেন কিঙ্গ খান। সঙ্গী দীর্ঘ দিনের বন্ধু পরিচালক কর্ণ জোহর। থাকবেন রণবীর কপূরও। এ ছাড়া আসবেন ডিজাইনার মণীশ মালহোত্রা, কোরিওগ্রাফার তথা পরিচালক ফারহা খান এবং গৌরী খানের গার্লস গ্যাং।
কিন্তু বি-টাউনের প্রশ্ন, কেন মিডিয়াকে দূরে রাখছেন শাহরুখ? বচ্চনদের দিওয়ালি পার্টিতেও মিডিয়ার সামনে আসেননি। কোনও কারণে ক্ষিপ্ত তিনি? নাকি এ তাঁর নতুন স্ট্র্যাটেজি?