ব্রিটেনে আইএসে যোগ দিতে গিয়ে বাংলাদেশী দম্পতি আটক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৬, ৯:৩৩ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ সিরিয়া যাওয়ার পরিকল্পনার অভিযোগে যুক্তরাজ্যের লুটন এয়ারপোর্ট থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে দেশটির কাউন্টার টেররিজম পুলিশ। পুলিশ ধারণা করছে তারা আইএসে যোগ দিতে সিরিয়া যাচ্ছিলেন। প্রতিবেশীরা জানিয়েছে, তারা বাংলাদেশি ব্রিটিশ নাগরিক। গত বুধবার বিকেলে গ্রেপ্তারের পর তাদের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।
এই দম্পতির দুজনের বয়সই ৩৫ বছর। তারা লুটন শহরের একটি সেমি-ডিটাচড বাড়ির একাংশে বসবাস করত। পুলিশ বলেছে, সিরিয়া যাওয়ার পরিকল্পনার সন্দেহে তাদের গ্রেপ্তার করেছে। তবে পুলিশের পক্ষ থেকে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
লুটন মেট্রোপলিটন পুলিশ জানায়, সন্দেহের ভিত্তিতে এই দম্পতির ফ্লাইট আটকে দেওয়া হয়। পরে বিমানবন্দরে তাদের জিজ্ঞাসাবাদ করে লুটন মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম কমান্ড। জিজ্ঞাসাবাদে সিরিয়া যাওয়ার পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত হয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের বাসায় তল্লাশি চালানো হয়।
লুটনে সেন্ট্রাল মসজিদের কাছেই ওই দম্পতির বাসা। বিমানবন্দরে গ্রেপ্তারের পর বুধবার বিকেল ৪টায় ওই বাড়িতে মেট্রোপলিটন পুলিশ ও বেডফোর্ডশায়ার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। প্রতিবেশীরা জানিয়েছে, ফরেনসিক পোশাকে আসা কর্মকর্তারা বাড়িটি থেকে কম্পিউটার নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবারও বাড়িটিতে তল্লাশি অভিযান এবং পুলিশ পাহারা অব্যাহত ছিল।
এক প্রতিবেশী নারী বলেন, এই দম্পতির কয়েকটি শিশু সন্তান রয়েছে। পরিবারটি বাংলাদেশ থেকে এসেছে। দুই বছর ধরে তাদের এখানে দেখা যায়। ওই প্রতিবেশী বলেন, তারা খুবই শান্ত স্বভাবের। তারা অন্য মানুষের সঙ্গে মিশত না। আরেক প্রতিবেশী বলেন, ‘তারা একটি ভালো পরিবার। আমি এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না। পুলিশ বাড়িটির বাইরে রয়েছে। আমরা অন্ধকারে আছি। কর্মকর্তারা তাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে।’
লুটন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বলেন, গ্রেপ্তারকৃত দম্পতির মধ্যে স্বামীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অধিকতর তদন্তের জন্য তার স্ত্রীর জামিন মূলতবি রাখা হয়েছে। মুখপাত্র বলেন, তাদের ২০০৫ সালের সন্ত্রাস আইনে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র : বিবিসি, ববএফএম, আইটিভি নিউজ (ইউকে)।