সরকারের প্রস্তাবিত দ্বৈত নাগরিক আইন বাতিলের দাবী খেলাফত মজলিস বার্মিংহামের
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৬, ১০:০৬ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ সরকারের প্রস্তাবিত দ্বৈত নাগরিক আইনে প্রবাসীদের অধিকার ক্ষুন্ন হয়েছে, এটা প্রবাসীদের অধিকারে লাভজনক ফল বয়ে আনবেনা । অবিলম্বে এ আইন বাতিল করুন।
গতকাল বুধবার খেলাফত মজলিস বার্মিংহাম আয়োজিত “প্রস্তাবিত দ্বৈত নাগরিক আইন ও প্রবাসীদের ভাবনা ” – শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। বক্তারা মুক্তিযুদ্ধে প্রবাসীদের সকল অবদানকে অস্বীকার করে তাদের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে উক্ত আইন প্রনয়ন করা হয়েছে বলে দাবী করা হয়। এবং তাদের পরবর্তী প্রজন্ম ক্ষতির সম্মুখীন হবে বলে হুশিয়ারী উচ্চারন করা হয়। বৈঠকে এই কালো আইন বাতিল করার আহবান জানানো হয়। বৈঠকে প্রধান অতিথি হিসাবে অংশ নেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ যুক্তরাজ্য খেলাফত মজলিসের সভাপতি অধ্যাপক আব্দুল কাদির সালেহ। বৈঠকে মুল প্রবন্ধ পাঠ করেন সিটি খেলাফত মজলিসের সহ সভাপতি ও বিশিস্ট ব্যবসায়ী আব্দুল মালিক পারভেজ, আলোচনায় অংশ নেন যুক্তরাজ্যে খেলাফত সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বার্মিংহামের সভাপতি মাও এখলাছুর রহমান, ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ জমশেদ আলী, যুক্তরাজ্য সহ সভাপতি ও মিডল্যান্ড খেলাফত মজলিসের সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ, জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাও আব্দুল হাফিজ, বার্মিংহাম খেলাফত মজলিস সহ সভাপতি জনাব খছরু খান, বিএনপি নেতা আলহাজ্ব মাফিজ খান, মিডল্যান্ড সেক্রেটারী সৈয়দ কবির আহমদ, মাও আনছার উদ্দিন, মাও নুরুল আমীন মুন্না, প্রমুখ।
সভায় বার্মিংহাম সিটি শাঁখার সভাপতি অধ্যাপক মাও এনামুল হাসান ছাবীরের সভাপতিত্বে সিটি শাখার সেক্রটারী মাও আ ফ ম শুয়াইবের পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন হাফিজ সাহেদ আহমদ ! অধ্যাপক মাও আব্দুল কাদির সালেহের দোয়ার মাধ্যমে বৈঠক সমাপ্ত হয়!