নিরাপদ সড়ক চাই”র ২২ বছর : লন্ডনে র্যালী ও সমাবেশ অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৬, ৩:৪৫ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়, এই স্লোগান নিয়ে ২২ বছর আগে শুরু হয় নিরাপদ সড়ক চাই ‘নিসচা’র পথ চলা। প্রতি বছর ২২ অক্টোবর পালন করা হয় জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে উপলক্ষে শনিবার লন্ডনের আলতাব আলী পার্কে নিরাপদ সড়ক চাই ‘নিসচা’ যুক্তরাজ্য শাখার উদ্যোগে র্যালী ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম জামাল। সংগঠনের সভাপতি সেলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার খালিস উদ্দিন আহমদ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পীকার সাবিনা আকতার, সাবেক স্পীকার কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু, কাউন্সিলার আসমা বেগম, সংগঠনের প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া, সিনিয়র সহ সভাপতি সৈয়দ তাজির উদ্দিন মন্নান, সহ সভাপতি মো: আলী জিলু, যুগ্ম সম্পাদক পাভেল আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক আছাওর আলী, আন্তর্জাতিক সম্পাদক আরিফ আহমদ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মেয়ে ইমা ইসলাম, কমিউনিটি নেতা সুয়েবুর রহমান চৌধুরী, মশাহিদ আলী। সায়াদ আহমদ সাদ, জুবায়ের আহমদ, জামাল খান, মেহের নিগার চৌধুরী, হোসনেয়ারা মতিন, নাজমা আকতার প্রমুখ।
সভায় বক্তারা বাংলাদেশের জনপ্রিয় চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চনের মর্মান্তিক সড়ক দুঘর্টনায় নিহত হওয়ার পর সড়ক দুঘর্টনা রোধে নায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে যে সামাজিক আন্দোলন সৃষ্টি হয়েছে তাকে এগিয়ে নিতে প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তারা নিরাপদ সড়ক দিবসকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতির দাবী জানান এবং এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবনা জানানো হয়।