সুনামগঞ্জে বিয়ের তিন দিনের মাথায় শশুরবাড়ীতে প্রবাসীকে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৬, ৮:৪৭ অপরাহ্ণ
সুরমা নিউজঃ বিয়ের তিন দিনের মধ্যে শ্বশুর বাড়ীতে বেড়াতে গিয়ে নির্মমভাবে খুন হলেন এক বর। মালয়েশিয়া প্রবাসী ঐ বরের নাম সুহেল আহমদ ওরফে ছৈল মিয়া (৩০)। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামের আব্দুল মানিকের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, চলতি মাসের ১৪ অক্টোবর শুক্রবার দিরাই বাগানবাড়ী কমিউনিটি সেন্টারে উপজেলার গাজীনগর গ্রামের সমসুল আলমের মেয়ে জহুরা বেগমের (২০) সাথে মালেশিয়া প্রবাসী সুহেল আহমদ ওরফে ছৈল মিয়ার বিবাহ সম্পন্ন হয়। বিয়ের তৃতীয় দিন গত রোরবার বর শ্বশুর বাড়ীতে স্ত্রী ও আত্মীয় স্বজনকে সাথে নিয়ে বেড়াতে যান।
গত রোববার সন্ধ্যার পর নিজ বাড়ীতে ফেরার আগ মুহূর্তে কনে জহুরার ফুফাত ভাই, পাথারিয়া গ্রামের আসকর আলীর ছেলে শাহীন মিয়া (২৮) হঠাৎ করে ঘরে ঢুকে বৈদ্যুতিক লাইনের মেইন সুইচ বন্ধ করে সুহেল মিয়াকে বটি দা দিয়ে মাথায় এলোপাথাড়ি কুপিয়ে ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই সুহেল মিয়া মাটিতে লুটিয়ে পড়লে সঙ্গে থাকা আত্মীয় স্বজন তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বর ছৈল মিয়াকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১০টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
গতকাল সোমবার বিকেলে ময়না তদন্ত শেষে তাকে হাসনাবাজ গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। এখন পর্যন্ত মূল খুনীকে আটক করা সম্ভব হয়নি। তবে, হামলায় জড়িত থাকার অভিযোগে হামলাকারী শাহীনের ভাই শাহনুর আলম (৩২)কে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।