জেএমবি নেতা আসাদুলের ফাঁসি কার্যকর
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৬, ১১:৪৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নেতা ও দুই বিচারক হত্যা মামলার সর্বশেষ আসামি আসাদুল ইসলাম ওরফে আরিফের ফাঁসি কার্যকর করা হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) রাত ১০টা ৩১মিনিটে খুলনা কারাগারে এ ফাঁসি কার্যকর করা হয়।
ফাঁসিকে কেন্দ্র করে খুলনা কারা কর্তৃপক্ষ কারাগার ও সংলগ্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। রোববার সকাল থেকেই কারাগারের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। মোতায়েন করা হয় অস্ত্রধারী পুলিশ।
জেএমবি নেতা আসাদুল ইসলাম আরিফ ২০০৮ সাল থেকে খুলনা জেলা কারাগারে আটক ছিলেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠির সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাঁদের হত্যা করা হয়। ২০০৬ সালের ২৯ মে এ হত্যা মামলার রায়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ ৭ জনের ফাঁসির আদেশ দেন। এর মধ্যে ছয়জনের ফাঁসি ইতোমধ্যে কার্যকর হয়েছে।
যাদের ফাঁসি কার্যকর হয়েছে তারা হলেন- জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, শায়খ আব্দুর রহমানের ভাই আতাউর রহমান সানি, জামাতা আবদুল আউয়াল, ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ ওরফে ফারুক। ২০০৭ সালের ২৯ মার্চ শীর্ষ এ ছয় জেএমবির মৃত্যুদণ্ড কার্যকর হয়।