প্রধানমন্ত্রীকে নোবেল প্রাইজ দেয়ার দাবী জানিয়ে চিঠি বিশ্বনাথের যুবকের
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৬, ১১:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘নোবেল প্রাইজ’ দেয়ার অনুরোধ জানিয়ে মনোনয়ন কমিটি বরাবর চিঠি পাঠিয়েছেন বিশ্বনাথের পার্থ সারথি দাশ পাপ্পু। তিনি দাবী করেন মনোনয়ন কমিটি তার চিঠির জবাব ও দিয়েছে। এমসি কলেজের শিক্ষার্থী ও জেলা ছাত্রলীগের এই নেতা ই-মেইল ও ডাকযোগে নোবেল মনোনয়ন কমিটির নরওয়ের ঠিকানায় তার দাবী প্রেরণ করেন। পাপ্পু বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের কাঠলীপাড়া গ্রামের ডাক্তার পরেশ চন্দ্র দাশের ছেলে।
পার্থ সারথি দাশ পাপ্পু সুরমা নিউজ টুয়েন্টি ফোর.কমকে জানান,শেখ হাসিনা ২০১১ সালে বিশ্বের সেরা প্রভাবশালী নারী নেতাদের তালিকায় ৭ম স্থানে রয়েছেন। তিনি নোবেল প্রাইজ আরো আগে পাওয়ার যোগ্য ছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি বিশ্বের শান্তিকামী মানুষের জন্য কাজ করে তিনি এখন বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। এটা এখন আমার একার দাবী নয়। আমি দেশের ১৬ কোটি মানুষের পক্ষে এ দাবী জানাচ্ছি।
ইংরেজীতে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা অসামান্য দক্ষতা এবং নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতি স্বরু্প জাতিসংঘ কর্তৃক শেখ হাসিনা্কে প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন ও এজেন্ট অব চেঞ্জ পুরস্কার ছাড়াও ২৭টি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত করা হয়েছে। তিনি অসীম সাহসীকতায় বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করে শান্তি প্রতিষ্টা করেছেন। দারিদ্র বিমোচনে বিশ্বব্যাংক’র আনুষ্টানিক সিকৃতি পেয়েছেন। তিনি গোঠা বিশ্বে শান্তির পথ দেখাচ্ছেন। সার্বিক বিবেচনায় জননেত্রী শেখ হাসিনা ‘নোবেল প্রাইজ’ পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর, ২০১১ সালে শেখ হাসিনাকে বাংলা ভাষার ধারক ও বাহক হিসেবে বাংলা একাডেমি তাদের বার্ষিক সাধারণ সভায় সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। এছাড়াও, ১২ জানুয়ারি, ২০১২ইং তারিখে দক্ষিন এশিয়ায় শান্তি এবং উন্নয়নে অনন্য অবদানের জন্য ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে ডক্টর অব লিটারেচার বা ডি-লিট ডিগ্রী প্রদান করে। ২০১৪ সালে সমুদ্রসীমা জয়ের জন্য তিনি সাউথসাউথ পুরস্কার লাভ করেন ৷ ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ ৭০ তম অধিবেশনে পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ান অব দ্যা আর্থ পুরস্কার লাভ করেন ৷ এছাড়া তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার লাভ করেন ৷