গানে গানে প্যারিস মাতালেন সুরমা পারের বাউল কন্যা সুরমা
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৬, ১১:০৩ অপরাহ্ণ
জামিল আহমেদ সাহেদ ফ্রান্স থেকেঃ মহা নবমিতে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ প্যারিস ফ্রান্সের পুজা মন্ডপে আরতি সন্ধা দর্শকদের মন মাতালেন সুরমা পাড়ের বাউল কন্যা মরিয়ম বেগম সুরমা।গানে গানে মাতিয়ে রাখলেন উপস্থিত সবাইকে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উতসব সারদীয় দুর্গাপূজায় মহা নবমীতে প্যারিসের মন্ডপগুলোতে ছিল ভক্ত দর্শনার্থীদের উপছে পড়া ভিড়। ভক্ত দর্শনার্থীদের অনুরোধে কয়েকটি গান পরিবেশন করে ফ্রান্স প্রবাসী দর্শদের মনে স্থান করে নিয়েছেন সিলেটের এই বাউল কন্যা। আয়োজকদের অনুরোধে তিনি অতিথি শিল্পি হিসেবে পুজোর আনন্দ উতসবে গান পরিবেশন করেন।এক সময় সিলেটের জনপ্রিয় এই শিল্পি বেতার টেলিভিশনের নিয়মিত শিল্পি হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন।বিষেশ করে বাউল গানকে দেশজুড়ে ছড়িয়ে দিতে যিনি চষে বেড়িয়েছে সিলেটের প্রত্যান্ত অঞ্চলে।যিনি এক সময় সিলেটের প্রত্যন্ত অঞ্চলে বাউল শাহ আব্দুল করিম রাধা রমন আরকুম শা সিতালং শা সহ বাউলদের গান গুলো গেয়ে জনপ্রিয় হয়েছিলেন।মরিয়ম বেগম সুরমা বর্তমানে ফ্রান্সে সপরিবারে বসবাস করছেন।তার সামী আফজাল হোসেন ও একজন কন্ঠশিল্পি। প্যারিসের দর্শকদের অনুরোধ দুর্গা পুজোয় দুজনে একত্রে কয়েকটি গান পরিবেশন করেন।উল্লেখ্য মরিয়ম বেগম সুরমা সিলেট জেলায় জন্ম গ্রহন করেন।
মহানবমীতে মুল অনুষ্টান ছিল সন্ধাপুজা;আরতি ও সাংস্কৃতিক অনুষ্টান। আরতির সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানে সুরমার গান শুনতে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত হন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ প্যারিস ফ্রান্সের মন্ডপে।
গত কাল ছিল মহা বিজয়া দশমী এই দিন দেবী দুর্গা জগতের কল্যাণের জন্য শান্তি বর্ষণ ও জগতের সকল হিতে সাধনে মানষ্য সমাজে শূখ শান্তি জন্য দেবীর আরাধনা করেন পুন্যার্থীরা।সনাতনী বধুরা এদিন একে অপরকে শিদুর দিয়ে বরন করে নেন।তার পরে মহা আবেগে সনাতন ধর্মালম্বীরা দেবী বির্ষজন দেন।পর্ববর্তি বছরের জন্য দেবী দুর্গা মঙল যাত্রা করেন পরলোকে।