বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্যারিস ফ্রান্সের মন্ডপ পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৬, ১:৫৩ পূর্বাহ্ণ
জামিল আহমদ সাহেদ ফ্রান্স থেকে: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে ঝাঁকজমক ভাবে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উতসব শারদীয় দুর্গাপূজা । মণ্ডপ গুলোতে চলছে ভক্ত দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ আবাল বৃদ্ধা শিশু কিশোররা সেজেছেন নিজের মত করে।মন্ডপে মন্ডপে চলছে দুর্গাদেবীর আরাধনা। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূতের পক্ষে হেড অব চ্যান্সেলর হযরত আলী খান ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছকে সাথে নিয়ে বিভিন্ন পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন।এ সময় হযরত আলীর সাথে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকের সাথে ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ। বাংলাদেশ পুজা উজ্জাপন পরিষদ প্যারিস ফ্রান্সের পুজো মন্ডপ পরিদর্শন কালে দুতাবাসের হেড অব চ্যান্সেলর রাষ্ট্রদূতের পক্ষে লিখিত বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে বলেন, দেশের মত এখানেও সাম্প্রদায়িক সম্প্রীতির যে ছাপ দেখতে পাচ্ছি তা আমাকে সত্যি মুগ্ধ করেছে।
ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি মহসিন উদ্দিন খান লিটন বাঙ্গালীদের হাজার বছরের লালিত ঐতিহ্যের বন্ধনের কথা উল্লেখ করে বলেন বাংলাদেশ একটি উদার রাষ্ট্র যেখানে প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ তার নিজ নিজ ধর্ম আনন্দের সাথে পালন করবে যা জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সম্বভ হয়।তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে একইভাবে হিন্দু সম্প্রাদায়ের সবাইকে শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা জাতিধর্ম নির্বিশেষে সবার জন্য যে কাজ করছেন তা উল্লেখ করেন। এসময় তারা আরও বলেন ,কিছু লোক বিভিন্ন জায়গায় দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা পক্ষান্তরে দেশের ক্ষতি করতে চায় তাদের থেকে সনাতন সম্প্রদায়ের সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় ফ্রান্স বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগ নেতা শাহজাহান শারু ,জসিম উদ্দিন ফারুক, রানা আহমদ:হাসান সিরাজ,মোতালেব খান;সিরাজুল ইসলাম; নজির মিয়া কামালি,যুবলীগ নেতা আজমল হোসেন কামাল আহমদ মিজানুর রহমান জামিল আহমদ সাহেদ.আসাদুজ্জামান সুমন;আলী আক্কাস তারিকুল ইসলাম সহ অনেক নেতাকর্মী তাদের সাথে উপস্থিত ছিলেন। মন্ডপ পরিদর্শনকালে তারা প্রসাদ গ্রহন করেন এবং স্থানীয় শিল্পিদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্টান উপভোগ করেন।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্যারিস ফ্রান্সের সভাপতি রতিশ দেব জ্যোতিষ ও সাধারন সম্পাদক শ্যামল দাস সানী পুজা মন্ডপ পরিদর্শনে আসা সকলকে আভিনন্দন ও ধন্যবাদ জানান।