লিবিয়ায় ৪ বাংলাদেশীকে অপহরণ, ৪ হাজার দিনারে মুক্তি
প্রকাশিত হয়েছে : ৭:৩৫:৩৭,অপরাহ্ন ১১ অক্টোবর ২০১৬
সুরমা নিউজ ডেস্ক:
লিবিয়ায় মুক্তিপণের দাবিতে অপহরণের পর সন্ত্রাসীদের হাত থেকে চুক্তিতে মুক্তি পেয়েছে ৪ জন বাংলাদেশী শ্রমিক। লিবিয়ার ছুঁয়ানী এলাকার শরিকাতুল মাসরাতুল কাহারবা (এএলপি কোং) তে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঐ কোম্পানীর শ্রমিক নাসির উদ্দিন, আব্দুর রহমান ও রাসেল হোসেনসহ ৪ জন বাংলাদেশী শ্রমিককে কোম্পানীর সামনে থেকে গত মঙ্গলবার দুপুরে কয়েকজন সন্ত্রাসী কৌশলে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহৃতের মোবাইল থেকে ফোন দিয়ে ঐ শ্রমিকদের সহকর্মীদের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। এছাড়া শ্রমিকদের উপর অমানুষিক নির্যাতন চালাতে থাকে। পরে সহকর্মীরা সন্ত্রাসীদের সাথে দর-কষাকষির এক পর্যায়ে শ্রমিকদের ৪ হাজার দিনারে মুক্তি দিতে রাজি হয় এবং ঐ দিন বিকেলেই ৪ হাজার দিনার নিয়ে সন্ত্রাসীদের দেয়া ঠিকানায় পৌঁছে দেয়ার কিছুক্ষনের মধ্যেই ছেড়ে দেয় অপহৃত শ্রমিকদের। এ ঘটনার পর থেকে ছূঁয়ানী এলাকায় কর্মরত বাংলাদেশী শ্রমিকদের মাঝে নতুন করে অপহরণ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।