পরীমনির ‘পর্ন ভিডিও’ নিয়ে রমরমা ব্যবসা
প্রকাশিত হয়েছে : ৭:৩৭:৩৯,অপরাহ্ন ১১ অক্টোবর ২০১৬
সুরমা নিউজ ডেস্ক:
জনপ্রিয় নায়িকা পরীমনির পর্ন ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলগুলো রমরমা ব্যবসা করে চলছে। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চ্যানেলগুলো পরীমনির বিভিন্ন সময়ের খোলামেলা ভিডিও আপলোড করছে। ইউটিউবে ঢুকে পরীমনিকে সার্চ করলেই ভিডিওগুলোর লিংক চলে আসে।
লিংকগুলোর শিরোনামেও ‘পরীমনির সেক্স ভিডিও’ সহ নানা অশ্লিল কথা লেখা রয়েছে। তাই এ ভিডিওগুলো দেখতে তরুণ প্রজন্মও হুমড়ি খেয়ে পড়ছে।
তবে ভিডিওগুলো যাচাই করে, তার সরাসরি পর্ন ফুটেজ পাওয়া যায়নি। কিন্তু চলচ্চিত্রে ব্যবহৃত খোলামেলা ফুটেজসহ বিভিন্ন ধরনের বিব্রতকর দৃশ্য দেখা যাচ্ছে। চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়িকার জন্য বিষয়টি সত্যিই বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এ বিষয়ে পরীমনি কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে একজন আইটি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি চক্র খারাপ উদ্দেশ্য নিয়েই এ চ্যানেলগুলো খুলছে। অতঃপর তারা বিভিন্ন তারকার গোপনভিডিও সহ কুরুচিকর ফুটেজ আপলোড করছে।
তিনি আরো জানান, ইউটিউব কর্তৃপক্ষের চোখকে ফাঁকি দিয়ে তারা এসব ভিডিওর বিনিময়ে মোটা অংকের টাকাও কামিয়ে নিচ্ছেন। অন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউটিউব থেকে প্রতিমাসে গড়ে তারা ১০ হাজার থেকে ১০ লাখ টাকা উপার্জন করছে।
এদিকে যৌথ প্রযোজিত ছবি ‘স্বপ্নজাল’র শুটিংয়ে অংশ নিতে কলকাতায় যাচ্ছেন পরীমনি। এ প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে ‘স্বপ্নজাল’ ছবির অর্ধেক কাজ শেষ হয়েছে। বাকি অর্ধেক কাজ করতেই চলতি মাসের ২৫ তারিখ কলকাতায় যাচ্ছেন তিনি। সেখানে কয়েকটি লোকেশনে এ ছবির দৃশ্যধারণ হবে।
কলকাতায় মনপুরা খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবির টানা ১০ দিন শুটিং চলবে। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত ইয়াশ রোহান।