বালাগঞ্জে আ.লীগ নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন, অনুদান প্রদান
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৬, ১২:১৭ পূর্বাহ্ণ
বালাগঞ্জ সংবাদদাতা:
বালাগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়ার নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। নেতৃবৃন্দ গত ৯ অক্টোবর রোববার রাতে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ৩টি সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়াসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমুহের পক্ষ থেকে মণ্ডপের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. কাজল লস্কর, সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দুদু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আলী কাচা, সিলেট জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহ-সভাপতি এমরানুর রহমান ইমরান, আওয়ামী লীগ নেতা শাহ আব্দুস সাত্তার, মো. মুজিবুর রহমান, ছুরাব আলী, মো. শিরমান উদ্দিন, বালাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাহেদ আলী গেদা, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, যুবলীগ নেতা সাইফুল ইসলাম লয়লু, সুহেল বারী, মো. চুনু মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুর রকিব জুয়েল, ময়নুল ইসলাম তালুকদার, জামিল আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক সামসুল হক লেচু, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিনসহ অন্যরা।