ব্রিটেনের ব্যস্ততম রাস্তায় হিজাবী মহিলাকে আক্রমণ
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৬, ৫:৪২ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ ব্রিটেনের ব্যস্ততম রাস্তায় প্রকাশ্য দিবালোকে এক মহিলার হিজাব মাথা থেকে টেনে নামানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম । পুলিশ জানিয়েছে ২০ বছর বয়সী মহিলা যখন টটেনহামের হাই রোড় দিয়ে একাকি হাটছিলেন তখন দুই পুরুষ তাকে অপদস্ত করে এবং মহিলার মাথা থেকে হিজাব টেনে নামায়। মেট পুলিশ জানিয়েছে তিনি আহত না হলেও এতে তিনি খুবই মর্মাহত ও ভয় পেয়েছিলেন। গত ২৮ সেপ্টেম্বরের এই ঘটনার জন্য পুলিশ স্বাক্ষী ও তথ্য আহবান করেছে। দুইজন পুরুষের মধ্যে একজন উক্ত মহিলার হিজাব টেনে নামায় এবং তারা পিলহাম রোডের দিকে চলে যায়। দুইজন পুরুষের মধ্যে একজনের বর্ণনায় বলা হয়েছে সে সাদা বয়স ২০ থেকে ৩০ হবে, তার চুল স্বর্ণকেশী।