বালাগঞ্জে অগ্রনী ব্যাংকে কৃষি ঋন বিতরন
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০১৬, ৫:০৬ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজারে অবস্থিত অগ্রনী ব্যাংক শাখার উদ্যোগে চলতি অর্থ বছরে ২৮ লক্ষ টাকার কৃষি ঋন বিতরন করা হবে। প্রকাশ্য কৃষি ঋন বিতরন কর্মসূচির আওতায় ইতিমধ্যে ৮ লক্ষ্য টাকার ঋন বিতরন করা হয়েছে। গতকাল ঋন বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন, অগ্রনী ব্যাংক সিলেট পশ্চিম অঞ্চলের নির্বাহী উপব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো: আজিজুল হক। অগ্রনী ব্যাংক বোয়ালজুড় বাজার শাখা ব্যাবস্থাপক আনোয়ার হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক মোসলেম উদ্দিন, বিশেষ অতিথির বক্তৃতা করেন, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, বোয়ালজুড় বাজার বনিক সমিতির সভাপতি আতাউর রহমান, ব্যবসায়ী জালাল আহমদ খালিছাদার, ইউপি সদস্য আছাব মিয়া, লিয়াকত আলী, ব্যাংক গ্রাহক আব্দুল হামিদ, সিরাজুজ্জামান খান মঙ্গল, সামাদ আহমদ, সাংবাদিক আব্দুস শহিদ ও শিহাব উদ্দিন প্রমুখ।