ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের দেওয়া পুরস্কার অনুছোঁয়া আপনকে প্রদান করলেন জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০১৬, ৫:২২ পূর্বাহ্ণ
জামিল আহমেদ সাহেদ ফ্রান্স থেকেঃ অনুছোঁয়া আপন রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী । জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে সে তিনটি বিষয়ে প্রথম স্থান অধিকার করে। তার এ সাফল্যে অভিভূত হন রাজবাড়ীর সমাজ সেবক ফ্রান্স প্রবাসী জনাব আশরাফুল ইসলাম। তিনি আপনকে দশ হাজার টাকা পুরস্কার প্রদান করেন যা রাজবাড়ীর সুযোগ্য জেলা প্রশাসক জনাব জিনাত আরা তার হাতে তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব সাইদ সিদ্দিকুর রহমান।
উল্লেখ্য গত ৯ই আগস্ট রাজবাড়ী জেলার বহুল প্রচারিত ‘দৈনিক মাতৃকন্ঠ পত্রিকা’ ও জেলা ভিত্তিক সর্বাধিক জনপ্রিয় ফেইসবুক পেইজ ‘আমরা রাজবাড়ীর সন্তান’ এর পোস্টের মাধ্যমে অনুছোয়া আপনের জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ার খবর জানতে পেরে অনুছোয়াকে ১০ হাজার টাকা পুরস্কৃত করবেন বলে ঘোষণা দিয়েছিলেন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশ এসোসিয়েশন (ইপিবিএ)- এর সহ-সভাপতি রাজবাড়ী জেলার কৃতি সন্তান ফ্রান্স প্রবাসী মো. আশরাফুল ইসলাম।
আশরাফুল ইসলাম বলেন, জেলার সকল শিক্ষার্থীদের লেখাপড়ায় উদ্বুদ্ধ ও মনোযোগী করতেই তিনি এই পুরস্কার দিয়েছেন ও আগামীতেও অব্যাহত রাখবেন ।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ এ রাজবাড়ী সদর উপজেলা ও জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয় রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর প্রভাতী শাখার ছাত্রী (রোল নং-১) অনুছোয়া আপন। এ ছাড়াও সে জাতীয় সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় রবীন্দ্র সঙ্গীত বিষয়ে ‘খ’ গ্রুপে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়। অনুছোয়া আপন রাজবাড়ী শহরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দিদারুল হক হিরু ও সেলিনা হক দম্পতির কন্যা।
মো. আশরাফুল ইসলাম দীর্ঘ দুই যুগ ফ্রান্সে থাকলেও নিজ জন্মভূমি রাজবাড়ীকে হৃদয়ে লালন করেন, জেলার সামাজিক উন্নয়ন, অসহায় দরিদ্র মানুষের সহযোগীতা, মেধাবী শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে তার অবদান স্মরণীয়। গত বছর সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নির্মূলে বিশেষ অবদান রাখায় রাজবাড়ীর ডিবি পুলিশের এসআই নিজাম উদ্দিনকে ৫০ হাজার টাকা পুরস্কার ও গোয়ালন্দের মেধাবী ছাত্র রিফাতকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়ার খরচ যথাক্রমে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন ।