বুক ফাটা আর্তনাদে স্তব্ধ খাদিজার গ্রামের বাড়ি
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৬, ৫:২১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনশান নিরবতা। সবাই প্রার্থনায় মগ্ন। বুক ফাটা আর্তনাদে স্তব্ধ বাড়িটি। হতবাক সবাই চেয়ে আছেন আল্লাহর দরবারে। এমনই চিত্র দেখা গেছে এমসির ক্যাম্পাসে নৃশংসতার শিকার সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের বাড়ী গ্রামের বাড়িতে। এখন স্বজনদের আর্তনাদে স্তব্ধ পুরো বাড়িটি। সংকটাপন্ন অবস্থায় তার অপারেশন চলছে ঢাকার স্কয়ার হাসপাতালে। ফলে সকলেই এখন প্রার্থনায় মগ্ন হয়ে রয়েছেন। ফলে তার গ্রামের বাড়ি আউশাতে যেন বইছে সুনসান নিরবতা।
আহত ছাত্রীর পৈতৃক নিবাস সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের আউশা গ্রামে। সেখানকার জনসাধারণ তাদের বাড়িতে ভীড় জমাচ্ছেন। ঘটনার বিস্তারিত জানার পর কান্নায় ভেঙ্গে পড়েছেন। আবার অপারেশন যেন সফল হয় সে জন্য অনেকেই হাত তুলে দোয়া করছেন।
খাদিজারা থাকতেন সিলেটের আখালিয়া এলাকায়। তবে গ্রামের বাড়িতে দাদীসহ অন্য আত্বীয়স্বজনেরা রয়েছেন।
আউশা গ্রামের বাসিন্দা আব্দুল মালিক বলেন, এই রকম নির্মম ঘটনা সভ্য সমাজ থেকে কখনও আশা করা যায় না। আমাদের এলাকার মেধাবী ছাত্রীকে কুপিয়ে যে অবস্থা করেছে তার দৃষ্টান্ত শাস্তি চাই।
আউশা গ্রামে এখন সবার মনে খাদিজার প্রতি সুস্থ হওয়ার প্রার্থনা। মেধাবী ও শালীন ছাত্রীকে এই রকম হামলা করা হবে সেটা মানতে পারছেন না গ্রামবাসী।