উপজেলা নির্বাচন : চেয়ারম্যান পদে মা-মেয়ে, ভাই-ভাইয়ের লড়াই
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৪, ১১:২৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে নেমেছেন আপন দুই ভাই। তারা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলা বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার এবং উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি তারিক হায়দার।
অপর দু’জন হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাছির খান। একই দল থেকে চারজনের প্রার্থিতা নিয়ে দলের তৃণমূল বেকায়দায় আছে।
অন্যদিকে দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই ও কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য মামুনুর রশিদ। অপরদিকে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের স্ত্রী শাহিদা আক্তার ও তাদের মেয়ে খাদিজা বিনতে রোশনও প্রার্থী হয়েছেন।
একসঙ্গে মা-মেয়ের প্রার্থী হওয়ার বিষয়টি ‘কৌশল’ বলে দাবি করেছেন রোশন আলী মাস্টার। তিনি বলেন, দলে তাঁর অনেক ত্যাগ আছে। তাই সুষ্ঠু ভোট হলে তাঁর স্ত্রী বিজয়ী হবেন।
বিজয়ী হওয়ার ব্যাপারে মামুনুর রশিদ বলেন, দলের তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটাররাও তার পক্ষে আছেন।
উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কুমিল্লার আটটি উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেকটা ত্রাহি অবস্থা। প্রতিটি উপজেলাতেই ক্ষমতাসীন দলের একাধিক নেতা প্রার্থী হচ্ছেন। তারা একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এ নিয়ে দলের নেতাকর্মীরাও হয়ে পড়েছেন বিভক্ত। পাঁচটি উপজেলাতেই প্রার্থী বর্তমান এমপিদের স্ত্রী, সন্তান, ভাইসহ স্বজনরা। জেলার সদর দক্ষিণ, বরুড়া, চৌদ্দগ্রাম, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর, দেবিদ্বার ও হোমনা উপজেলায় ভোট হবে দ্বিতীয় থেকে চতুর্থ ধাপে।
দলের প্রবীণ নেতা ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন বলেন, দলীয় প্রতীক না দিয়ে কেন্দ্র থেকেই প্রার্থিতা ওপেন করে দেওয়া হয়েছে। সুতরাং নিজের যোগ্যতায় পাস করতে হবে। এতে দলে এখন কিছুটা বিভক্তি থাকলেও নির্বাচনের পর সব ঠিক হয়ে যাবে।