সৃজনশীল প্রশ্ন বাড়ানোর প্রতিবাদে ফের শাহবাগে শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৬, ১০:৩৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
পরীক্ষায় অতিরিক্ত একটি সৃজনশীল প্রশ্ন বাড়ানোর প্রতিবাদে ফের শাহবাগে অবস্থান নিয়েছে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শনিবার (০১ অক্টোবর) দুপুর ২টা ৪৫মিনিটে শাহবাগ মোড়ে তারা এই অবস্থান নেয়।
এতে অংশ নিয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানায়, আসন্ন ২০১৭ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন ছয়টির জায়গায় সাতটি করার বিষয়টি অযৌক্তিক।
সাবিহা খান নামে এক শিক্ষার্থীর ভাষ্য, একটি প্রশ্নের জন্য ১০ মিনিটে বাড়ানো হচ্ছে যা পর্যাপ্ত নয়।
প্লাবন নামে অপর শিক্ষার্থী বলেন, এতে আমরা পরীক্ষায় খারাপ করবো। এতে আমাদের ক্যারিয়ার নষ্ট হতে পারে। আমরা ছাত্র আমরা টেবিলে ফিরে যেতে চাই।
এদিকে শাহবাগ মোড়ে অবস্থানকৃত শিক্ষার্থীদের ঘিরে রেখেছে পুলিশ।