ওসমানীনগরে ২৩ টি মণ্ডপ ঝুকিপুর্ন : নির্বিঘ্নে পালনে প্রশাসনের নানা পদক্ষেপ
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৬, ৪:২৯ পূর্বাহ্ণ
নিজস্ব সংবাদদাতাঃ ওসমানীনগরে আসন্ন শারদীয় দুর্গা পূজায় ২৩ টি মণ্ডপ ঝুকিপুর্ন রয়েছে। জানা যায়, ৩২টি পূজা মণ্ডপের মধ্যে অধিক ঝুঁকিতে ১২টি, ঝুঁকিপূর্ণ ১১টি পূজা মণ্ডপ রয়েছে । প্রশাসন বলেছে পূজা নির্বিঘ্নে পালন করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ওসমানীনগরে বিভিন্ন এলাকায় ৩২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮টি ব্যক্তিগত ও ২৪টি মণ্ডপে সার্বজনীন পূজা অর্চনা করা হবে।
অধিক ঝুঁকিপূর্ণ মণ্ডপ গুলো হলো, উপজেলার উমরপুর ইউপির মাটিহানী গ্রামের শ্রী শ্রী কালী মন্দির সার্বজনীন পূজা মণ্ডপ, সাদীপুর ইউপির মোবারকপুর গ্রামের মহামায়া সার্বজনীন পূজা মণ্ডপ, বুরুঙ্গা ইউপির নিজ বুরুঙ্গা সার্বজনীন পূজা মণ্ডপ, গোয়ালাবাজার ইউপির কেন্দ্রীয় কালী মন্দির সনাতন সংঘ সার্বজনীন পূজা মণ্ডপ, শ্রী শ্রী কালাচাঁদ জীউতলী তেরহাতী সার্বজনীন পূজা মণ্ডপ, দাশপাড়া সিদ্বেশ্বরী সেবা সংঘ পূজা মণ্ডপ, তাজপুর ইউপির কাদিপুর গ্রামের কাদিপুর সনাতন সংঘ সার্বজনীন পূজা মণ্ডপ, হরিনগর শ্রী চয়ন কুমার পালের বাড়ির ব্যক্তিগত পূজা মণ্ডপ, দয়ামীর ইউপির চিন্তামনি শ্রী চৈতন্য সংঘ সার্বজনীন পূজা মণ্ডপ, খাইয়াখাইড়-নতুনবাজার জয়দুর্গা সমাজ কল্যাণ সংঘ সার্বজনীন পূজা মণ্ডপ ও উছমানপুর ইউপির মোমিনপুর গ্রামের নান্টু রাম মালাকারের বাড়ি মোমিনপুর সার্বজনীন পূজা মণ্ডপ। উপজেলার ৩২টি পূজা মণ্ডপ গুলোতে ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ হয়ে গেছে। প্রতিমায় রং তুলির আঁচড় দিয়ে সাজিয়ে তুলতে চলছে মৃৎশিল্পীদের শেষ মুহুতের্র প্রস্তুতি।
এবার উপজেলার সবকটি পূজা মণ্ডপে প্রতিমা তৈরির সময় সার্বক্ষণিক পুলিশি টহল জোরদার করা হয়েছে। পূজার প্রস্তুতি থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা পুলিশ প্রশাসন থেকে ব্যাপক ব্যবস্থা নেয়া হয়েছে। পূজায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে সকলের সহযোগিতার লক্ষে উপজেলা পূজা পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে ওসমানীনগর থানা পুলিশের পক্ষ থেকে আলোচনা সভা করা হয়েছে। এ দিকে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে উপজেলার ২৪টি সার্বজনীন পূজা মণ্ডপে ৫শ’ কেজি করে ১২ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে প্রশাসন।
বাংলাদেশ পূজা পরিষদ ওসমানীনগর উপজেলা আহ্বায়ক সত্যেন্দ্র কুমার পাল কানু বলেন, ওসমানীনগরে আমাদের মধ্যে বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। উৎসব আমাদের হলেও সব ধর্মের মানুষ আমাদের উৎসবে আনন্দ ও সহযোগিতা করেন। এবার পূজায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক সহযোগিতা করা হচ্ছে। আশা করি শান্তি পূর্ণ ভাবে পূজা শেষ হবে।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বলেন, আসন্ন শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে পালন করতে ও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে চার স্তরের নিরাপত্তা বলয় থাকবে। থাকবে র্যাব পুলিশের ভ্রাম্যমাণ টহল দল, সাদা পোষাকে থাকবে বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্য। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে থাকবে ভ্রাম্যমাণ আদালত।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী বলেন, আসন্ন শারদীয় দুর্গা পূজায় আইন শৃঙ্খলা রক্ষা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলা প্রশাসন ২৪টি পূজা মণ্ডপে ১২ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে।