লন্ডনে তিন মাসের শিশু হত্যার সাথে জড়িত সন্দেহে গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১১:২২ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ লন্ডনের স্ট্রাটফোর্ডে একটি গাড়ী থেকে ৩ মাস বয়সী এক শিশুকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে তাকে মৃত বলে ঘোষণা করেছে ডাক্তার। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ২৭ বছর বয়সী মহিলাকে হাসপাতাল থেকে ও ৫২ বছর বয়সী পুরুষকে একটি ঘর থেকে আটক করা হয়। আটককৃতদের পৃথক পৃথক পুলিশ স্ট্রেশনে রাখা হয়েছে। মৃত শিশুকে এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। শুক্রবার তার পোস্টমর্টাম রিপোর্ট প্রকাশ হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের এক কর্মকতা বলেছেন এই ঘটনা সত্যি দু:খজনক এবং আমরা খুবই মর্মাহত। হত্যার সাথে জড়িতদের সনাক্ত করতে সকলের সহযোগিতা চেয়েছে পুলিশ।