প্রধানমন্ত্রীর জন্মদিনে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ফ্রান্স আওয়ামীলীগের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১০:২৭ অপরাহ্ণ
জামিল আহমেদ সাহেদঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া, দেশের সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ম শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮ ঘটিকায় ফ্রান্সের রাজধানী প্যারিসের মেট্রো হোস হলে অনুষ্ঠিত এই
মিলাদ ও দোয়া মাহফিলে দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনার পাশাপাশি, দেশের অব্যাহত উন্নয়ন ও শান্তি কামনা করা হয়। মোনাজাতে দেশের বরেণ্য সাহিত্যিক, কবি ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া মাহফিলের পরে সংক্ষিপ্ত অলোচনা সভায় বক্তারা বলেন আপনারা দেশের সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন অন্যভাবে পালন করার আশা করেছিলেন। হয়ত কেক কেটে ঘটা করে এ জন্মদিন পালন করা আমাদের পক্ষে সম্ভব ছিল। কিন্তু দেশের বরেণ্য একজন সাহিত্যিক, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে পুরো জাতি শোকাহত। তাই কেন্দ্রের নির্দেশে আমরা কেক কেটে জন্মদিন পালন করিনি। বক্তারা জননেত্রী বিশ্ব শান্তির অগ্রদূত শেখ হাসিনার বর্নাঢ্য রাজনৈতিক জীবনী নিয়ে আলোকপাত করেন। সভায় সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হক’বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছের পরিচালনায় সভার প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃর্ঘায়ু কামনা ও সব্যসাচী লেখক কবি শামসুল হকের মহাপ্রয়ানে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান খান। সংক্ষিপ্ত সভায় জননেত্রী শেখ হাসিনা ও প্রয়াত কবি সামসুর রহমানের জীবনী নিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক নৌকমান্ডার এনামুল হক এনাম সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগ সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকি,মুক্তিযুদ্ধা মোহাম্মদ আলী, সুনাম উদ্দিন খালিক,জসিম উদ্দিন ফারুক,শাহ জাহান রহমান,শেখ শাহজাহান সারু,আশরাফুল ইসলাম,অধ্যাপক অপু আলম,শাহিন আরমান চৌধুরী, ফ্রান্স ছাত্রলীগের ভারপাপ্ত সভাপতি বেলাল আহমদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হাফিজুর রহমান রাহাত, যুগ্ম সম্পাদক সেলিম আল দীন , সাংঘটনিক সম্পাদক লুতফুর রহমান,এমদাদুল হক বুলবুল , হাবিবুর রহমান হাবিব, শাহনেওয়াজ বাবলু, সাংবাদিক লুতফুর রহমান বাবু,প্রমুখ।
কবি শামসুল হকের কবিতা অবৃতি করেন ফ্রান্স আওয়ামী লীগ নেতা হাসান সিরাজ ।