সিলেটের আখালিয়ায় জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ৯:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর আখালিয়া এলাকা থেকে জুয়া খেলার সময় পাঁচ যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টায় আখালিয়া জালালীয়া আবাসিক এলাকার (৩নং কলোনী) কালা মিয়া দোকানের পিছন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জালালীয়া আবাসিকার (৩নং কলোনী) এলাকার মৃত জমির গাজীর ছেলে সাজু মিয়া (৩৭), মৃত আব্দুর নুর‘র ছেলে বারিক মিয়া (৪০), ৩নং কলোনী) এলাকার করিম মিয়া (৪০), হারিস মিয়া (৩৮) ও রুহুল আমীন (২০)।
এলাকাবাসী সূত্রে জানানা যায়, এ এলাকায় প্রায় প্রতিদিন জুয়ার আসর বসায় একটি চক্র। এমনকি জুয়া খেলার পাশাপাশী চলে মাদকের ব্যবসা।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান, জুয়ার আসর থেকে ৫ জুয়ারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।