মোগলাবাজার ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:০১ অপরাহ্ণ
লন্ডন অফিস:
যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের মোগলাবাজার এলাকার বাসিন্দাদের নিয়ে গঠিত ‘মোগলাবাজার ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় সময় বিকেলে লন্ডন মুসলিম সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের বসবাসরত মোগলাবাজারের বাসিন্দাদের ঐক্যবদ্ধ হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সভাপতি হিসেবে মোহাম্মদ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সিরাজুল আমীন নানু, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ ও কোষাধ্যক্ষ হিসেবে এনামুল হক হেলনকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া নতুন দায়িত্বপ্রাপ্তদের আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পরামর্শ দেওয়া হয়।
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শাহ মিজানুল হকের সভাপতিত্বে এবং সমাজসেবী নজরুল ইসলাম ও আব্দুস শহীদের যৌথ পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন ইসলাম উদ্দিন, মহি উদ্দিন আলগীর, মোহাম্মদ আব্দুল মতিন, আব্দুস শহিদ, আব্দুস সালাম শাহিন, ফজলুল করিম ফজল, সেলিম আহমদ, মিসবাহুজ্জামান হেলাল, নুরুল আফসার, আনছার আহমদ, মোস্তফা আহমদ লাকী, শাহ এনামুল হক, হোসাইন আহমদ, সিরাজুল আমীন নানু, রুহুল আমীন লুলু, এনামুল হক হেলাল, খালেদ আহমদ, সালেহ আহমদ, আব্দুল আহাদ, বিলাল আহমদ, শিপলু মিয়া, আব্দুল বাছির, গিয়াস উদ্দিন, শাহীন আহমদ. আব্দুল কাদির, মোঃ কবির খান, মোহাম্মদ নওশাদ আলী প্রমূখ।