বালাগঞ্জে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১০:০৩ অপরাহ্ণ
বালাগঞ্জ সংবাদদাতাঃ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বালাগঞ্জ ও ওসমানীনগর সরকারি সহকারি শিক্ষক সমিতি উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্টান প্রদান করা হয়। সমিতির সভাপতি লাল মোহন দাস নান্টুর সভাপতিত্বে ও সমিতির যুগ্ম সাধারন সম্পাদক শিক্ষক সঞ্জয় কুমার দাসের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ ইউ এনও এটিএম আজহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদায়ী সংবধিত অতিথি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যানমোঃ আনহার মিয়া, পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জুনেদ মিয়া, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, সহকারী শিক্ষা কর্মকর্তা সুব্রত চন্দ্র দাস, রতন চন্দ্র, সিলেট জেলা শাখার সভাপতি শিক্ষক অজিত পাল, প্রধান শিক্ষকদের পক্ষে কায়েস্থঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, সমিতির সাধারন সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক অনন্ত কুমার দাস। মানপত্র পাঠ করেন শিক্ষক মতি লাল গুপ্ত। শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষক লোকমান আহমদ। গীতাপাঠ করেন শিক্ষক সজল কান্তি সোম। অনুষ্টানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক কুশিয়ারার প্রকাশক হুসাইন আহমদ, বিজয়নিউজ টুয়েন্টি ফোর এর বার্তা সম্পাদক মোঃকাজল মিয়া প্রধান শিক্ষক/ সহকারি শিক্ষক শিক্ষিকারা প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান ও বিদায়ী অতিথিকে মানপত্র ও ক্রেষ্ট প্রদান করেন। এদিকে নবাগত সহকারী শিক্ষাকর্মকর্তা সুব্রত কুমার দাসকে ফুল দিয়ে বরন করেন সমিতির জেলা ও উপজেলা শাখার সভাপতি।