৫ পা বিশিষ্ট বাছুর দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
দিনাজপুরের বিরলে গাভীর ৫ পা বিশিষ্ঠ এক বাছুরের জন্ম হয়েছে। বাছুরটিকে এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছে উৎসুক জনতা।
গত শনিবার দুপুরে বিরল উপজেলার ভান্ডারা ইউপি’র ছোট বৈদ্যানাথপুর গ্রামের অক্ষয় চন্দ্র রায়ের পালিত গাভী ৫ পা বিশিষ্ঠ একটি বাছুরের জন্ম দেয়।
গাভীর মালিক অক্ষয় জানান, একটি পা পিছনে হবার কারনে বাছুরটির মলদ্বার ছিল না। প্রাণিসম্পদ অফিসের লোক এসে সেটার চিকিৎসা দিয়েছে। বাছুরটি এখন মোটামুটি ভাল আছে।