খালেদা ফিরছেন কাল : গনসংবর্ধনার প্রস্তুতি
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৬, ৯:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজঃ পবিত্র হজ পালন শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন কাল বৃহস্পতিবার। দলীয় প্রধানকে শাহজালাল (র.) বিমানবন্দরে গণসংবর্ধনা দেওয়ার ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। কেন্দ্র থেকে এরই মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিকেল তিনটার মধ্যে বিমানবন্দর এলাকায় অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়ে রেখেছিলেন যে, ২২ সেপ্টেম্বর খালেদা জিয়া দেশে ফিরবেন । সেদিন তাকে গণসংবর্ধনা দেওয়া হবে। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে মদিনা আব্দুল আজিজ বিমান বন্দর থেকে রওনা দিবেন খালেদা জিয়া ও সফরসঙ্গীরা। এরপরে আবুধাধিতে ৩ ঘন্টা যাত্রা বিরতি দিয়ে আমিরাত এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে মদিনায় অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব। সৌদি বাদশা সউদ বিন আবদুল আজিজের আমন্ত্রণে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে ১১ সেপ্টেম্বর সৌদি আরবের মক্কায় আরাফাতের ময়দানে পবিত্র হজ সম্পন্ন করেছেন। সৌদি আরবের রয়েল প্রটোকলের ব্যবস্থাপনায় তারা পবিত্র হজ সম্পন্ন করেন। এসময় দেশের মানুষের মুক্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এর আগে, গত ৭ নভেম্বর হজ করতে বাংলাদেশ থেকে খালেদা জিয়া এবং লন্ডন থেকে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা জেদ্দা পৌঁছেন। এটি খালেদা জিয়ার তৃতীয় হজ। এর আগে ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে একবার এবং ১৯৯৭ সালে বিরোধী দলে থাকাকালে তিনি হজ করেন। তবে প্রায় প্রতিবছরই রমজানে তিনি উমরাহ পালন করেন। তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথির এটি প্রথম হজ। ২০১৪ সালে তারা খালেদা জিয়ার সঙ্গে উমরাহ করেন। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, একান্ত সচিব আবদুস সাত্তার, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ, গৃহকর্মী ফাতেমা বেগমও হজ করেন। তারেক রহমানের শ্বাশুড়ি ইকবাল মান্দ বানু, শাহিনা খান জামান বিন্দু ও স্বামী সৈয়দ শফিউজ্জামানও এবার হজ করেছেন।