বরিশালে লঞ্চ ডুবি : নারীসহ ১৩ জনের লাশ উদ্ধার,নিখোঁজ ১০
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৬, ৮:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজঃ বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে একটি লঞ্চ ডুবির পর দুজন নারীসহ অন্তত ১৩ জনের লাশ উদ্ধারের খবর এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত করেছে। বরিশালের পুলিশ সুপার এস.এম. আক্তারুজ্জামান জানিয়েছেন ৫০ জনের বেশি যাত্রী নিয়ে লঞ্চটি বুধবার বেলা ১২টার দিকে ডুবে যায়। এখনও ১০ জনের মত যাত্রী নিখোঁজ রয়েছেন বলেও তিনি জানিয়েছেন। বানারীপাড়া থেকে লঞ্চটি উজিরপুরের হাবিবপুর যাচ্ছিল বলে এসপি আক্তারুজ্জামান জানান। তিনি বলেন খরস্রোতা সন্ধ্যা নদীতে ভাঙনের কারণে পাড়ের একটা অংশ ভেঙে গিয়ে লঞ্চটিতে আঘাত করলে লঞ্চটি ডুবে যায়। তিনি জানিয়েছেন লঞ্চটি শনাক্ত করা হয়েছে এবং ডুবুরি দিয়ে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালানো হচ্ছে। -সুত্র বিবিসি