এখন সময় মাথা উঁচু করে দাড়াবার: যুবলীগের সম্মেলনে আনোয়ারুজ্জামান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৬, ৫:২৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক লন্ডনঃ বাংলাদেশের মানুষের হৃদয় জয় করার জন্য উন্নয়নের মহাসড়কের চাকা আরও বেগবান করতে দেশের পাশাপাশি বহির্বিশ্বেও কাজ করতে হবে । ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করার জন্য নতুন নেতৃত্বের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে চায় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ । আমাদের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্মেলনের স্লোগান নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেক সম্মেলনে আমাদের স্লোগান এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাড়াবার’ । যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান গত রবিবার যুক্তরাজ্য কেমব্রিজ শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কেমব্রিজের স্থানীয় একটি রেস্টুরেন্টে দুপুর একটায় অনুষ্টিত সম্মেলনের উদ্বোদন করেন,যুক্তরাজ্যে যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, কেমব্রিজ যুবলীগের আহবায়ক মুহিবুরের সভাপতিত্বে ও যুক্তরাজ্য যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম মহসিনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্যে যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি আফজল হোসেন,আক্তার আহমেদ রিবু, মোহাম্মেদ ফিরোজ,নাজমুল ইসলাম,সৈয়দ আজিজুর রহমান, মাহবুব আহমদ,যুগ্ন জামাল আহমদ খান, দেলোয়ার হোসেন লিটন, মোদাব্বির হোসেন চুনু, জুবায়ের আহমেদ, কাজী মাসুম, সাংগঠনিক সম্পাদক বাবুল খান,অর্থ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সহ প্রবাস বিষয়ক সম্পাদক কবিরুল ইসলা, শেফিল্ড যুবলীগ সাধারন সম্পাদক মইনুল ইসলাম রনি,বক্তব্য রাখেন আসাদ, এপলু রহমান, আবুল হাসনাত, প্রমুখ। সম্মেলন শেষে জানিয়ে দেওয়া হয় কেমব্রিজ শাখার কমিটি শীগ্রই ঘোষনা করা হবে।