ফ্রান্স আওয়ামী লীগের সংবাদ সম্মেলন অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ২:৩২ পূর্বাহ্ণ
ফ্রান্স প্রতিনিধিঃ ফ্রান্স আওয়ামী লীগকে বিভক্ত করার নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যে ফ্রান্স আওয়ামী লীগের কতিপয় পদচ্যুত নেতা ফ্রান্স আওয়ামী পরিবারকে বিভ্রান্ত করে যে সম্মেলনের আয়োজন করেছেন তা প্রতারণা মুলক ও অবৈধ।এ বিষয়ে ব্যাখ্যা দিতে গতকাল রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসের “প্যারিসিয়ান ক্যাফে রেষ্টুরেন্টে”ফ্রান্স আওয়ামী লীগের উদ্দ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।ফ্রান্সে অবস্থানরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের ব্রিফিং করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত গত ৮ ই মে সম্মেলনে নির্বাচিত কমিটির সভাপতি মহসীন উদ্দিন খান ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ।প্রেস ব্রিফিংয়ে তারা বলেন জামাত শিবির মৌলবাদী জংগীবাদেরদের আশ্রয় প্রশ্রয়দাতা দুর্নীতির বরপুত্র তারেক জিয়ার মুল লক্ষ্য হচ্ছে সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগকে ধংশ করা আর তার সেই নীল নকশার ষডযন্ত্রের ফাদে পড়ে ফ্রান্স আওয়ামী লীগের পদচ্যুত কিছু নেতা বিভ্রান্ত হয়ে সর্বইউরোপ আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত কমিটির বিরুদ্দে অবস্থান সম্মেলনের নামে কর্মীদের বিভ্রান্তি করে আগামী ১৮ সেপ্টেম্বর ফ্রান্স আওয়ামী লীগের সম্মেলনের ঢাক দিয়ে সরাসরি জননেত্রী শেখ হাসিনার মনোনীত সর্বইউরোপীয়ান আওয়ামী লীগ সভাপতি শ্রী অনীল দাস গুপ্ত ও সাধারন সম্পাদক এম এ গনীর বিরুদ্দে অবস্থান নিয়েছেন।যা দলের ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার ভাব মুর্তি ক্ষুন্ন করছে।এবং তারেক জিয়ার এজেন্ডা বাস্থবায়নের পথকে সুগম করছে।তারা তাদের এহেন কার্যক্রম থেকে বিরত থেকে দলের মুলধারায় যুক্ত হয়ে দলকে সামনে এগিয়ে নিয়ে যাবার আহব্বান জানান।এসময় তারা হুশিয়ারী উচ্চারন করে বলেন তারেক জিয়ার এজেণ্ডা বস্তবায়নের সম্মেলনে যারা যোগ দিবেন তারা তাদের নিজ দায়িত্বে যোগ দিবেন।এতে দলের ক্ষতি হলে সকল দায় দায়িত্ব তাদেরকেই নিতে হবে।এসময় আন্যানদের মুধ্যে উপস্তিত ছিলেন সর্বইউরোপীয়ান আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকি বীরমুক্তিযুদ্ধা এনামুল হক;ফ্রান্স আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম সাধু ফ্রান্স আওয়ামী লীগ নেতা সুনাম উদ্দিন খালিক; জসিম উদ্দিন ফারুক;আশরাফুল ইসলাম;শাহজান সারু;হাসান সিরাজ;সেলিম ওয়াদা শিলু;মোতালেব খান;আলতাফ হোসেন;মিরাজ গাজী;আজমল হোসেন;কামাল আহমদ;হাসান সিদ্দিকি;কামরুল হাসান সেলিম;সুমন আহমদ;টিপলু ফকির;শাহ নেওয়াজ রানা;আক্কাস আলী; আসাদুজ্জামান সুমন;রেজওয়ান উদ্দিন সিরাজ; খায়রুল আলম মাজেদ;তারিকুল ইসলাম;শেখ মুস্তফা শায়েখ ইবনে হোসাইন হোসাইন খান সেলিম আল দীন হাফিজুর রহমান রাহাত সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিণ্টার মিডিয়ার সাংবাদিকবৃন্ধ।এ সময় তারা আগামী কাল ১৮ ই সেপ্টেম্বর ফ্রান্স আওয়ামী লীগের কর্মী সভার ডাক দেন।এতে সকলকে উপস্থিত থাকার আহব্বান জানান।