সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪৬ অপরাহ্ণ
মৌলভীবাজার সংবাদদাতা:
সাবেক সমাজকল্যাণমন্ত্রী মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গ্রামের বাড়ী মৌলভীবাজারে পারিবারিক ও দলীয়ভাবে নানা আয়োজনে পালিত হচ্ছে তাঁর ১ম মৃত্যুবার্ষিকী।
আজ সকাল সাড়ে এগারোটায় মৌলভীবাজারে সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার প্রাঙ্গনে সৈয়দ মহসীন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত মহসীন আলীর সহধর্মিনী মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন। মরহুমের আত্মার শান্তি কামনায় কবর জিয়ারত ও দোয়া করেন সবাই। এছাড়া বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা করা হয়েছে। পরিবারের উদ্যোগে তাদের বাসবভনে কোরান তেলাওয়াত,ফাতেহা পাঠ ,মিলাদ মাহফিল ও শিরণী বিতরণ করা হয়েছে। বিকেলে জেলা ছাত্রলীগের আয়োজনে সৈয়দ মহসীন আলীর স্মরণ সভা অনুষ্টিত হবে ।
সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার-৩ আসনে ২বারের সংসদ সদস্য এবং মৌলভীবাজার পৌরসভায় পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন।
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসিন আলী মৃত্যুবরণ করেন।