ফ্রান্স আওয়ামীলীগের মত বিনিময় সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০১৬, ২:২৬ পূর্বাহ্ণ
ফ্রান্স প্রতিনিধিঃ গত রোজ বৃহস্পতিবার ফ্রান্স আওয়ামীলীগ এর পক্ষ থেকে গার্দো নর্দে “প্যারিসিয়ান ক্যাফে রেষ্টুরেন্টে”এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়।গত ৮ই মে ফ্রান্স আওয়ামী লীগ এর সম্মেলনের পর থেকে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিপয় ব্যক্তি ফ্রান্স আওয়ামীলীগ এবং ইউরোপিয়ান আওয়ামীলীগ এর নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অপপ্রচার ও বিভ্রান্তি মুলক তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা করছে তার বিরুদ্ধে সকল স্থরের নেতা কর্মীদের নিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফ্রান্স আওয়ামী লীগ এর সভাপতি মহসিন উদ্দিন খান লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন কয়েছের পরিচালনার মত বিনিময় সভায় নেতা কর্মীদের দিক নির্দেশনা করে গঠন মূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রবীণ আওয়ামী লীগ নেতা জনাব এনামুল হক তিনি বলেন আওয়ামী লীগ কে নিয়ে যে সকল হলুদ সাংবাদিকরা অপপ্রচারের লিপ্ত রয়েছে তাদেরকে সকল নেতা কর্মী নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। যাতে তারা আওয়ামী লীগ নেতা কর্মীদের বিভ্রান্ত করতে না পারে।তিনি সকল নেতা কর্মীকে মহসিন উদ্দিন খান লিটন ও দিলওয়ার হোসেন কয়েছের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে এ সকল হলুদ নিঊজ পোটালকে মোকাবেলা করার আহব্বান জানান।তিনি গত চার মসে ফ্রান্স আওয়ামী লীগের কর্মসূচি সফল করায় নেতা কর্মীদের প্রসংশা করেন। ফ্রান্স আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সহ-সভাপতি জনাব আব্দুল্লাহ আল বাকি বলেন গুজব ও অপপ্রচারের কর্নপাত না করে ফ্রান্স আওয়ামী লীগকে শক্তিশালী করতে সকলে একযোগে কাজ করতে হবে।সর্ব ইউরোপ আওয়ামী লীগ সব সময় ফ্রান্স আওয়ামী লীগকে শক্তিশালী করতে সহযোগিতা অব্যাহত রাখবে। সহ -সভাপতি মঞ্জুরুল আহসান সেলিম বলেন ফ্রান্স আওয়ামী লীগের চলমান কর্মসূচিকে ব্যাহত করতে যারা কাজ করছে তারা ইতিহাসের আস্তকুড়ে নিক্ষিপ্ত হবে। সাবেক সহ সভাপতি সুনাম উদ্দিন খালেক তার বক্তব্যএ বলেন এখন সেই আগের কার বারভুইয়ার আমল নয় এটা সকলের জানা থাকা প্রয়োজন এবং বারভুইয়ার আমলে ফিরে যাবার কোন সম্ভাবনা নেই।কোন আপপ্রচার ও বিভ্রান্তি চড়িয়ে ফ্রান্স আওয়ামী লীগ এর চলমান কর্মসুচি থেকে বিরত রাখা যাবেনা। ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সাংঘটনিক সম্পাদক আকরাম খানের হুসিয়ারী উচ্চারণ করে বলেল ফ্রান্স আওয়ামী লীগ কোন ট্রেড ইউনিয়ন বা হকার ইউনিয়ন নয় এটা একটি রাজনৈতিক দল যা তার দলীয় গঠনতন্ত্র ও সাংঘঠনিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়।ফ্রান্স আওয়ামী লীগ নিয়ে ষড়যন্ত্রের দাতভাঙ্গা জবাব দেয়া হবে। আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ফারুক বলেন শ্রী অনিল দাস গুপ্ত ও এম এ গনি ইউরোপ আওয়ামী লীগ এর ঐক্যের প্রতিক তাই তাদের বিরুদ্দে কোন অপপ্রচার নেতা কর্মীরা মেনে নেব না।সকল অপপ্রচারের জবাব সময়মত দেওয়া হবে। আওয়ামী লীগ নেতা শাহজাহান রহমান বলেন কোন অপপ্রচার গনজোয়ার ঠেকাতে পারবেননা। অধ্যাপক অপু আলম বলেন ফ্রান্স আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মী নিবেদিত প্রান হিসেবে দলের জন্য কাজ করছে।তাই কোন গুজব রটিয়ে নেতা কর্মীদের বিভ্রান্ত করা যাবে না। মিজানুর রহমান সরকার বলেন ফ্রান্সে কিছু হলুদ সংবাদিক রয়েছে তারা অতিথেও বিভ্রান্তি সৃষ্টি করে কমিউনিটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল।এখন তারা তারেক জিয়ার পেইড এজেন্ট হিসেবে কাজ করছে। আশরাফুল ইসলাম বলেন কয়েকটি নিউজ পোটাল সম্পুর্ন মিথ্যা বানোয়াট মনগড়া ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে আর সেগুলো শেয়ার করে প্রচারে যারা সহযোগিতা করে তারা সকলেই তারেক জিয়ার এজেন্ট । তাদের লক্ষ্য ও উদ্দেশ্য তারেক জিয়াকে প্রতিষ্টা করা। শাহীন আরমান চৌধুরী সাধারণ কর্মিদের পক্ষথেকে সভাপতি ও সাধারন সম্পাদকের নিকট পুর্নাঙ্গ কমিটির তালিকা ঘোষনাসহ কয়েকটি প্রস্থাবনা তুলে ধরলে ফ্রান্স আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রস্তাবনা গুলো দ্রুত বাস্থবায়নের নিশ্চয়তা দেন।সভায় সংগঠনের সকল স্থরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রীর হাতকে শক্তিশালী করে ভিশন ২০২১ বাস্থবায়নের আহব্বান জানান বক্তারা।ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সম্মানিত সভাপতি শ্রী অনিল দাস গুপ্ত এবং সাধারণ সম্পাদক জনাব এম এ গনির প্রতি।সভায় বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন।