শেরপুরে জায়গা দখলের অভিযোগ, ১৪৪ ধারা জারি
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ৮:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
মৌলভীবাজার সদর থানার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জায়গার মালিক ১৭ আগষ্ট মৌলভীবাজার আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত জায়গায় ১৪৪ ধারা জারি ও শান্তি শৃংখলা বজায় রাখার জন্য মৌলভীবাজার মডেল থানার ওসিকে নির্দেশ দেন। সোমবার দুপুরে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সাঈদ ঘটনাস্থলে গিয়ে ১৪৪ ধারা জারি প্রদান করেন।
জানা যায়, মৌলভীবাজার সদর থানার খলিলপুর ইউনিয়নের শেরপুরের ব্রাহ্মণগ্রাম এলাকায় তিন শতক জায়গা খরিদ করেন ওসমানীনগর থানার নোয়ারাই গ্রামের সিতু সূত্রধর ও ব্রাহ্মনগ্রাম (শেরপুর)র রানু বেগম। উক্ত মৌরসি জায়গা বিক্রি করেন ব্রাহ্মণগ্রামের জুনাব উল্যার মেয়ে আঙ্গুরা বিবি। খরিদের পর দলিল মালিক সিতু সূত্রধর গং নিজ নামে নামজারী করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে ভোগ-দখল করে আসছেন। বর্তমানে উক্ত ভুমি জোরপূর্বক দখল করার জন্য জুনাব উল্যার ছেলে ছুয়াব উল্যা ও তার ছেলেরা এবং একই গ্রামের মৃত ছিটু গাজির ছেলে রুবেল মিয়া বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।
এদিকে উক্ত ব্রাহ্মণগাঁও মৌজা, জেল নং-১, খতিয়ান ২১১, এস এ দাগ ১০৭২, ৩ শকত জায়গার উপর আদালতে ১৪৪ ধারা থাকা অবস্থায় গত ২৮ আগষ্ট জায়গায় সুপারি গাছ থেকে জোরপূর্বক সুপারি নিয়ে যায় রুবেল মিয়া। সুপারি নেওয়ার বিষয় জানতে চাইলে গ্রামের মৃত ছিটু গাজির ছেলে রুবেল ও ছুয়াব উল্লা গংরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জায়গা নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণে মারার হুমকি দেয়। এ বিষয়ে মৌলভীবাজার আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২১৯/১৬।