ফ্রান্সের জঙ্গল থেকে শিশুদের ব্রিটেনে ফিরিয়ে আনার দাবী
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫৬ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ ফ্রান্সের ক্যালিসের জঙ্গলে বসবাসকারী শিশুদের ব্রিটেনে ফিরিয়ে আনার দাবী জানিয়ে হোম অফিসের সামনে সভা করেছে প্রায় ১৫০ জন ক্যাম্পেইনার। এদের মধ্যে ব্রিটেনের জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী ছাড়াও স্থানীয় রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। তারা এক বছর আগে পানিতে ডুবে নিহত সিরিয়ান রিফিউজি তিন বছর বয়সী বালক আইলান কুর্দিকে স্মরণ করেন।
ধাতব্য সংস্থা সিটিজেন ইউকের ক্যাম্পেইনাররা বলছে, তারা তথাকথিতত ক্যালিস জঙ্গলে প্রায় ৪০০ শরণার্থী শিশুকে চিহিৃত করেছে যারা ব্রিটেনে আসার যোগ্য। তারা হোম অফিসকে একটি তালিকা হস্তান্তর করেছে এবং হোম সেক্রেটারীকে শিশুদের গ্রহনের আহবান জানিয়েছে বলেছে শিশুদের অনেক আত্মীয় স্বজন ব্রিটেনে রয়েছে। অভিনেত্রী জুলিয়েট স্টিভেনসন হোস অফিসের বাইরে উপস্থিত লোকজনের সামনে বলেন, এদের গ্রহন না করলে ইতিহাস আমাদের খুব রূঢ়ভাবে বিচার করবে।
তবে হোম অফিস বলছে তারা এ বছর ১৫০টি শিশুকে ক্যালিস থেকে হস্তান্তর করার পরিকল্পনা করেছে। ক্যাম্পেইনার গ্রুপ সিটিজেন ইউকে বলছে ক্যালিসে ৭হাজার রিফিউজির মধ্যে প্রায় ৮শ শিশু রয়েছে যারা একাকি বসবাস করছে। এদের মধ্যে ৩৮৭ শিশু ব্রিটেনের হস্তান্তরের যোগ্য।