জনতার মুখোমুখি হবেন বাঙ্গালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের মেয়র
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১২:০৫ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ ব্রিটেনের বাঙ্গালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস জনতা মুখোমুখি হবেন। আগামী ৭ সেপ্টেম্বর বিকাল ৭.৩০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রিন্সেস ট্রাস্ট মর্গান স্ট্যানলি সেন্টারে অনুষ্ঠিত হবে। এর পুর্বেও একাধিকবার তিনি জনতার মুখোমুখি হয়ে সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছিলেন।
আস্ক দ্যা মেয়র অর্থাৎ মেয়রকে প্রশ্ন করুন শীর্ষক এই ইভেন্টে বারার বাসিন্দারা যে কোন ইস্যূ নিয়ে সরাসরি মেয়রকে প্রশ্ন করতে পারবেন এবং নিজেদের অভিমত তুলে ধরতে পারবেন মেয়রের সামনে। আগামী ৭ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিতব্য চতুর্থ মেয়রাল এসেম্বলিতে যোগ দেয়ার জন্য বারার বাসিন্দাদের প্রতি আমন্ত্রণ জানিয়ে বলেন, কমিউনিটির যে কোন কনসার্ন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে জনসাধারণের সাথে সরাসরি প্রাণবন্ত আলোচনার জন্য আমি অধির আগ্রহে অপেক্ষা করছি।
আপনি যদি মেয়রকে কোন প্রশ্ন করতে চান, অথচ ঐ দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না, তাহলে এই নাম্বারে ফোন করে আপনার প্রশ্ন করতে পারেন- ০২০৭ ৩৬৪ ৪৩৮৯