বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ৩:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক নুরুল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাফিজ রেনু, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ মতিন, আজাদ মিয়া, বিমল দেবনাথ, শিক্ষক মাওঃ ফয়জুল আলম, গোবিন্দ্ চক্রবর্ত্তী, সাংবাদিক রজত দাস ভুলন, শিক্ষার্থী বদরুল ইসলাম, জুনেদ মিয়া প্রমুখ।