স্বদেশ গমন উপলক্ষে ফ্রান্স ছাত্রলীগ সভাপতিকে সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ৩:৩৮ পূর্বাহ্ণ

সংগঠন এর প্রচার সম্পাদক এরশাদ আহমেদ এর কোরআন থেকে তিলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন, ফ্রান্স ছাত্রলীগের সহ সভাপতি মো: মাইদুল ইসলাম (নয়ন), সহ সভাপতি সালমান আহমেদ আকবর, সহ সভাপতি শাহনেওয়াজ বাবলু ,যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ সারওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী, যুগ্ম সাধারন সম্পাদক বিমল নাথ ভৌমিক !সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক তাজেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক এমদাদুর রাহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান !বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফয়সল আহমেদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক সুহেল আহমেদ রুহেল , উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহীন আহমেদ,উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সম্রাট আহমেদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ সম্পাদক আসুক উদ্দিন, যুবলীগ নেতা হাসান সিদ্দিক জাহিনুর রহমান সুমন, লাবু চৌধুরী,খায়রুল ইসলাম মাজেদ,জামিল আহমেদ সাহেদ, মিজানুর রহমান, শামীম মিয়া, প্রমুখ।
এসময় বক্তারা সংবর্ধিত সভাপতি এম আশরাফুর রহমান এর স্বদেশ গমন উপলক্ষে শুভেচ্ছা জানান এবং সুন্দর ও নিরাপদ যাত্রা কামনা করেন । তিনি দেশে অবস্থান কালে কেন্দ্রীয় ছাত্রলীগ এর কর্ণধারদের কাছে বাংলাদেশ ছাত্রলীগ ফ্রান্স এর বিভিন্ন কর্মকান্ড তুলে ধরবেন এবং সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিতে তাদের পরামর্শ এবং সঠিক দিকনির্দেশনা নিয়ে আসবেন বক্তারা এ আশাবাদ ব্যক্ত করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শায়েখ ইবনে হোসাইন, হোসেন খান,যুবলীগ নেতা আজমল হোসাইন,ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ,রাফসান আহমদ সহ প্রমুখ।

পরিশেষে আওয়ামীলীগ নেতা হাফিজুল ইসলাম এর পরিচালনায় বাংলাদেশে স্বাধীনতা এবং গনতন্ত্রের জন্য জীবন উৎসর্গকারী সহ পরবর্তী বিভিন্ন সময়ে শহীদদের আত্মার মাগফেরাত এবং সর্বোপরি সকলের সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।