কবিতা : সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়
…..মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব
প্রবাসের ঐ ক্লান্তি ভরা ব্যস্ততম ক্ষনে
কিংবা একাকিত্বে নিরব নিথর নির্জনে
কইযে কথা তব সনে অহরহ প্রতিনিয়ত
অন্তরে সদা তবো স্মৃতি হয় জাগ্রত।
কত মায়াবী ভরা মনে তুমি সুধাও
সেই সাথে শুভাশীষ আর আর্শিবাদে মন ভরে দাও।
স্মৃতি তর্পনে তুমি আমাকে চিমটি কাটো
তোমার আঙ্গিনায় মোর পদচারনা হয় উঠে সুস্পস্ট।
খেলার মাঠে কাঁদামাখা বদনে হাডুডু আর ফুটবলে আলিঙ্গন
ঈদগাহের পুকুরে সাঁতার কাটা কি করে ভুলি সেই ক্ষন।
বিশেষ দিবসে গান গাওয়া আর বার্ষিক ক্রীড়া অনুষ্টান
উচ্চল চঞ্চল সেই দিনগুলো আনন্দে ভরে যেতো মন প্রান।
যেমন খুশি তেমন সাজো আর নজরুল গীতি গাওয়া
রোমাঞ্চকর সেই স্মৃতিগুলো আজো করে পিছু ধাওয়া।
তারুণ্যের উচ্ছলতা আর আর দুষ্টামির ছলে
শান্ত সুবোধের ভান করে আড্ডা দিতাম দুষ্টদের দলে।
হাসি তামাশা আন্দনঘন সেই দিনগুলো মোর
সহসা তন্বয়তা বেদ করে কাঁটায় ঘুমের ঘোর।
আত্মার আত্বীয় কত সহপাঠি আর শিক্ষক শ্রদ্ধাভাজন
সকলের তরে প্রানঢালা শুভাশীষ আর শ্রদ্ধাঞ্জলীর পুস্প করি অর্পন।
আবহমান কালের সাক্ষী তুমি দয়ামীর সদরুন্নেছা বিদ্যা নিকেতন
বিলিয়ে দাও, ছড়িয়ে দাও জ্ঞানের আলো অনাধি অনন্তকাল সারাটি জীবন।