জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা মিন্টু ধর গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১:১৪ অপরাহ্ণ
জগন্নাথপুর প্রতিনিধি :
পুলিশ বাদীসহ ৩ মামলার আসামি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের মৃত মিহির রঞ্জন ধরের ছেলে মিন্টু রঞ্জন ধরকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। তিনি জগন্নাথপুর বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা যায়, জগন্নাথপুরে পুলিশ বাদীসহ ৩টি মামলার আসামি জগন্নাথপুর বাজারস্থ রিচমুন অভিজাত কনফেশনারীসহ বিভিন্ন প্রতিষ্টানের মালিক মিন্টু রঞ্জন ধরকে গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে বিভিন্ন সময় অভিযান চালায়।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে জগন্নাথপুর থানার এসআই আনোয়ার হোসেন, আব্দুল কাদের, আব্দুস সালাম মিয়া, সাইফুল ইসলাম, অভিজিৎ সিংহ এর নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে বহুল আলোচিত ৩ মামলার আসামি মিন্টু রঞ্জন ধরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিন জানান, তিন মামলার বাকীসব আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য-গত ৭ জুলাই রথযাত্রা উৎসব পালন নিয়ে জগন্নাথপুরের সার্বজনীন পূজা কমিটি ও মিন্টু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ সাংবাদিকসহ ২০ জন আহত হন। এছাড়া মিন্টু গ্রুপের হামলায় উপজেলা যুবলীগ সহ সভাপতি বিভাষ দেব গুরুতর আহত হন। এসব ঘটনায় পুলিশ বাদীসহ ৩টি মামলা দায়ের হয়। সবকয়টি মামলায় মিন্টু রঞ্জন ধরকে আসামি করা হয়েছে।