বিশ্বনাথের ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১:০৬ অপরাহ্ণ
বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথ উপজেলার ১৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৮টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা পরিচালনায় ব্যাঘাত ঘটছে। জনসংখ্যার তুলনায় উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা অনেক কম। যেগুলো আছে সেগুলোও নানান সমস্যায় জর্জড়িত। বিদ্যালয়গুলিতে যেমন রয়েছে অবকাঠামোগত সমস্যা, তেমনি রয়েছে ডেস্ক-বেঞ্চসহ আসবাবপত্রের সমস্যা।
শিক্ষা অফিস সূত্রে জানাযায়, উপজেলায় সরকারি ১৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরই মধ্যে সরকারি ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ফলে ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের সকল কার্যক্রম।
প্রধান শিক্ষক শূন্য বিদ্যালয়গুলো হল- উপজেলার কাইয়া-কাইড় ধীতপুর মক্রম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,সদলপুর তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়,কান্দি গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুল চন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাখারীকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশপাইকা আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংরাওলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়াহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগতপুর নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশঘর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,গোমরাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিয়াজানেরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,দ্বীপবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঙ্গলগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাগিব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, অলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়,চৈতননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,পঞ্চগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,হাজী মো আরশদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজাহান পল্লী পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মটুককোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী মো.আবদুল মতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বশ্বাসরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, হেকুরাগাঁও পাঠানচক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিভিন্ন বিদ্যালয় পরিচালনা কমিটির একাধিক সদস্য বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষাখাতে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। দ্রুত যেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
উপজেলা শিক্ষা অফিসার চিন্তাহরণ দাস বলেন, পদউন্নিত সম্যাসায় থাকায় ৩৮টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছেনা। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।