সিলেটে বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১:০৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, সিলেট তথা বাংলার কৃতি সন্তান বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ সিলেট সিলেট বিভাগের উদ্যোগে এক আলোচনা সভা ও জন্মবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ধোপাদিঘিরপারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে সভায় অন্যর মধ্যে বক্তব্য রাখেন- বিভাগীয় সহ-সভাপতি মারিয়ান চৌধুরী, জেলা শাখার সভাপতি এডভোকেট বন্ধু গোপাল দাশ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, মহানগর শাখার সভাপতি এডভোকেট কিশোর কুমার কর, সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা উমেশ বৈদ্য, মুক্তিযুদ্ধে প্রবাসী সংগঠক আব্দুল গফুর খালিসাদার, ড. এডভোকেট দিলীপ কুমার দাশ চৌধুরী, এডভোকেট দেওয়ান তালহা চৌধুরী, মহিলা কমিটির সভানেত্রী শামসুন্নাহার মিনু, সাধারণ সম্পাদিকা হাসনা হেনা চৌধুরী, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, জালাল উদ্দিন শাবুল, এডভোকেট মুমিনুর রহমান টিটু, এডভোকেট সাইফুর রহমান, নারীনেত্রী মাহমুদা নাজিম রুবি, সুপ্তা বৈদ্য, রেনুকা দাশ, তামিম চৌধুরী আপন, ধ্রুব গৌতম, সৈয়ীদ বহলুল আহমদ, শ্রীমতি বেবী দেবী, মিন্টু কুমার বৈদ্য, পবিত্র কুমার বৈদ্য প্রমুখ।
সভায় মহান মুক্তিযুদ্ধে জেনালের আতাউল গনি ওসমানীর অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মারণ করে বক্তারা বলেন- তার অবিচল নেতৃত্বে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।
বক্তারা বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালনে জন্যর সরকারের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবীর ওসমানী ৯৮তম জন্মবার্ষিকীর কেক কাটেন সভাপতি সহ অতিথিবৃন্দ এবং সবাইকে মিষ্টি মুখ করানো হয়।